এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
গত অর্থবর্ষে এফডিআই ৬০ বিলিয়ন মার্কিন ডলার, দুনিয়ার কাছে ভারত আজ আর্থিক সমৃদ্ধির নতুন শক্তি, বললেন মোদী
গুয়াহাটি: অসমে গিয়ে দেশের আর্থিক বৃদ্ধির কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘বর্তমানে সারা বিশ্ব ভারতকে আর্থিক সমৃদ্ধির নতুন শক্তি হিসেবে দেখছে। গত অর্থবর্ষে ৬০ বিলিয়ন মার্কিন ডলার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) হয়েছে। ভারতের ক্রেডিট রেটিংও বেড়েছে। মুদ্রাস্ফীতির হার কমে গিয়েছে। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পথ খুলে গিয়েছে। কেন্দ্রীয় সরকারের সংস্কারের নীতির ফলেই এটা সম্ভব হয়েছে।’
তাঁরা ক্ষমতায় আসার পর সরকারের কাজকর্মে বদল হয়েছে বলে দাবি করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা চাই নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ হয়ে যাক। সরকারি কাজকর্মের সংস্কৃতিতে বদল এনেছে সরকার। বাজেটে স্বাস্থ্যবিমা, গরিব মানুষের জন্য বিনামূল্যে রান্নার গ্যাস এবং আয়করে স্বচ্ছ্বতার কথা বলা হয়েছে। নাগরিকদের জীবনে ইতিবাচক বদল আনার জন্যই সব প্রকল্পের ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। ব্যবসার পথ সহজ করার জন্য গত তিন বছরে অনেক যুগান্তকারী পদক্ষেপ করেছে। এইসব সংস্কারের ফলেই সহজে ব্যবসা করা যায় এমন ১৯০টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১০০ নম্বরে। আমাদের নীতির ফলেই মুদ্রাস্ফীতির হার পাঁচ শতাংশের নীচে রয়েছে। এখন আমাদের বিদেশি মুদ্রা মজুতের পরিমাণ ৪১৮ বিলিয়ন মার্কিন ডলার।’
অসমে দু’দিনের বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমরা অ্যাক্ট ইস্ট নীতি নিয়েছি। এই নীতির কেন্দ্রে উত্তর-পূর্ব ভারত। এই নীতিতে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ, বাণিজ্য চুক্তি এবং ভারতের পূর্বদিকের দেশগুলির সঙ্গে, বিশেষ করে আসিয়ান দেশগুলির সঙ্গে অন্যরকম সব সম্পর্ক বাড়াতে হবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement