এক্সপ্লোর
পাক শিল্পীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সমস্যা নেই: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি: উরি হামলার পর ভারতের পাক শিল্পীদের কাজ করা নিয়ে জোর বিতর্ক চলছে। মহারাষ্ট্র নবনির্মান সেনা বলিউডের পাক শিল্পীদের ভারত ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছে। ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার অ্যাসোসিয়েশন ভারত-পাক সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাক শিল্পীদের কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও কেন্দ্রীয় সরকার বলেছে, পাক শিল্পীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক বলেছেন, পাক শিল্পীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। কোনও ব্যক্তি যদি এ জন্য নিয়ম মেনে আর্জি জানান, তাহলে তিনি তা পাবেন। এমনটা নয় যে, পাক নাগরিকদের ভিসা দেওয়া হবে না। উল্লেখ্য, উরি হামলার পর মহারাষ্ট্র নবনির্মান সেনা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ‘রইস’-এর মতো সিনেমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে। এই দুটি সিনেমাতেই রয়েছেন পাক শিল্পীরা। এরইমধ্যে পাক শিল্পীদের অভিনীত কোনও ছবিই মহারাষ্ট্র, কর্নাটক, গুজরাত ও গোয়ায় কোনও সিনেমা হলে দেখানো হবে না বলে জানিয়েছে সিনেমা হল মালিকদের সংগঠন ‘সিনেমা ওনার্স অ্যান্ড একজিবিটরস অ্যাসোসিয়েসন অফ ইন্ডিয়া’ বা সিওইএআই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















