এক্সপ্লোর
Advertisement
আইসিসের হুমকি, বাগদাদে ভারতীয় দূতাবাস ও কূটনীতিকদের রক্ষায় মোতায়েন করা হতে পারে সিআরপিএফের সশস্ত্র কম্যান্ডোদের
নয়াদিল্লি: নিষিদ্ধ ঘোষিত ইসলামিক স্টেট (আইসিস)-এর হুমকির মুখে ইরাকের রাজধানী বাগদাদের আল মানসুর এলাকায় ভারতীয় দূতাবাস ও কূটনীতিক কর্মচারীদের নিরাপত্তা, সুরক্ষা দিতে শীঘ্রই আধাসামরিক কম্যান্ডো মোতায়েন করা হচ্ছে বলে সরকারি সূত্রে খবর। ওই কমপ্লেক্সে সশস্ত্র স্কোয়াড বসানোর ব্যাপারে নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও বিদেশমন্ত্রক।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সকে (সিআরপিএফ) বলা হয়েছে, এ কাজে তাদের সবচেয়ে যোগ্য, সেরা জওয়ানদের নিয়োগ করতে হবে।
এ প্রসঙ্গে জনৈক শীর্ষ সরকারি অফিসার বলেছেন, ইরাকের আইসিস সন্ত্রাসবাদীদের লাগাতার হুমকির পরিপ্রেক্ষিতে অনেকদিন ধরেই কথা হচ্ছিল যে, সেখানকার ভারতীয় দূতাবাসকে পেশাদার নিরাপত্তা কভার দেওয়া উচিত। আধাসামরিক কম্যান্ডোদের সেখানে পাঠানোর উদ্যোগ সেকথা মাথায় রেখেই। যদিও বাগদাদে সশস্ত্র বাহিনী পাঠানোর চূড়ান্ত সবুজ সঙ্কেত শেষ পর্যন্ত দেবে সরকারই।
বাগদাদের ভারতীয় মিশনকে সরাসরি নিশানা করে এখনও পর্যন্ত কোনও হামলা হয়নি বটে, তবে রাজধানী শহরে আইসিসের একাধিক সন্ত্রাসবাদী হামলা, আত্মঘাতী হানা, বিস্ফোরণ হয়েছে।
ওই অফিসার জানান, প্রস্তাবিত বাহিনী শুধু দূতাবাস চত্বরকেই রক্ষা করবে না, সেখানকার সিনিয়র কূটনীতিক ও কর্মীরা যতবার ওখান থেকে বেরবেন, ঢুকবেন, তাঁদের সুরক্ষার ভারও নেবে।
বাহিনীতে ৪৫ থেকে ৫০ জন জওয়ান থাকবে, নেতৃত্ব দেবেন আধাসামরিক বাহিনীর ডিসি পদমর্যাদার একজন অফিসার।
গভীর মোটিভেশন আছে এই জওয়ানদের। নকশাল দমন অভিযানে সামিল হয়েছেন তাঁরা। জঙ্গলে যুদ্ধ করায় পারদর্শী এলিট কম্যান্ডোবাহিনী কোবরা-র সদস্য তাঁরা। তবে বাগদাদে এঁদের যেতে হবে আইইডি নিষ্ক্রিয় করার কলাকৌশল শিখে নিয়ে, বিশেষ অভিযান ও পণবন্দিদের উদ্ধার কার্য্য চালানোর ট্রেনিংও নিতে হবে।
এই প্রথম বিদেশের মাটিতে বড় দায়িত্ব পালনে পাঠানো হচ্ছে ৩ লাখ জওয়ানের আধাসামরিক বাহিনী সিআরপিএফ-কে। আফগানিস্তানে ভারতীয় দূতাবাস রক্ষার কাজ করছে আইটিবিপি বাহিনী। নেপাল ও কলম্বোয় ভারতীয় দূতাবাসের নিরাপত্তায় রয়েছে সিআইএসএফ ও বিএসএফ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement