এক্সপ্লোর
Advertisement
শরিফের কাছে দুদেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন পুতিন? পাক মিডিয়ার দাবি খারিজ ভারতের, অস্বীকার রুশ কূটনীতিকেরও
নয়াদিল্লি ও ইসলামাবাদ: রাশিয়া নাকি ভারত ও পাকিস্তানের মধ্যে নানা ইস্যুতে বিরোধ মেটাতে মধ্যস্থতা করতে চায়। পাকিস্তানি মিডিয়ায় এমনই দাবি করা হয়েছে। যদিও এ কথা খারিজ করে দিয়েছে নয়াদিল্লি।
চলতি মাসের গোড়ায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের অবকাশে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে মুখোমুখি আলোচনায় খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন বলে খবর ছড়ায়।
পাক মিডিয়ার তরফে প্রতিক্রিয়া চাওয়া হয় বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়ার। তাঁকে উদ্ধৃত করে পাক মিডিয়া জানায়, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের এজেন্ডা অনুসারে দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুর ওপর রাশিয়ার নজর ও মধ্যস্থতার ইচ্ছাকে আমরা স্বাগত জানাচ্ছি।
কিন্তু আজ ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল ওয়াগলে স্পষ্ট বলেন, রাশিয়া ভারতকে মধ্যস্থতার কোনও প্রস্তাবই দেয়নি। রাশিয়া খুব ভাল করেই ভারতের এই অবস্থানের কথা জানে যে, পাকিস্তানের সঙ্গে যাবতীয় অমীমাংসিত ইস্যুর মীমাংসা করতে হবে দ্বিপাক্ষিক স্তরেই, পুরোপুরি সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশে।
নয়াদিল্লির রুশ দূতাবাসের জনৈক শীর্ষ কূটনীতিকও তাঁদের তরফে মধ্যস্থতার কোনও প্রস্তাব দেওয়া হয়নি বলে জানিয়ে দেন। বলেন, আমাদের প্রেসিডেন্টের এ ধরনের কোনও প্রস্তাব দেওয়ার কথা জানা নেই। রাশিয়ার স্পষ্ট মত হল, ভারত ও পাকিস্তানকে নিজেদের মধ্যে আলোচনা করেই সমস্যা মেটাতে হবে। আমরা এর বিপরীত কোনও প্রস্তাব কখনই দেব না। মনে হচ্ছে, এটা পাকিস্তানের নিজেরই মনগড়া বাসনা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement