এক্সপ্লোর
Advertisement
ভারতে চলবে সুইস ট্রেন, চুক্তি স্বাক্ষরিত
নয়াদিল্লি: সুইৎজারল্যান্ডের বিশেষ প্রযুক্তির ট্রেন পাচ্ছে ভারতীয় রেল। আজ দু দেশের মধ্যে এ বিষয়ে মউ স্বাক্ষরিত হয়েছে। এই ট্রেনের বাঁকের মুখে মোটরবাইকের মতোই বেঁকে যায়। বিশ্বের মাত্র ১১টি দেশে এই বিশেষ প্রযুক্তির ট্রেন চালু আছে। এবার এদেশেও দেখা যাবে এই ট্রেন।
সুইৎজারল্যান্ডের এই ট্রেনের বিষয়ে রেলের এক আধিকারিক বলেছেন, ‘সাধারণ ট্রেন যখন বাঁকের মুখে একই গতিতে ঘুরে যায়, তখন বসে থাকা যাত্রীরা সিটের হাতলে ধাক্কা খান এবং দাঁড়িয়ে থাকা যাত্রীরা দেহের ভারসাম্য হারান। কিন্তু বিশেষ প্রযুক্তির এই ট্রেনে সেটা হয় না। বাঁদিকে ঘোরার সময় ট্রেনটি বাঁদিকে বেঁকে যায়। ডানদিকে ঘোরার সময়ও তাই হয়। ইতালি, পর্তুগাল, স্লোভেনিয়া, ফিনল্যান্ড, রাশিয়া, চেক প্রজাতন্ত্র, ব্রিটেন, সুইৎজারল্যান্ড, চিন, জার্মানি ও রোমানিয়ায় এই ট্রেন আছে।’
সুইৎজারল্যান্ডের পরিবেশ, পরিবহণ ও যোগাযোগ মন্ত্রকের সঙ্গে দুটি মউ স্বাক্ষর করেছে রেল মন্ত্রক। এই চুক্তি স্বাক্ষরের সময় হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছরের জুলাইয়ে রেলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে সুইৎজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠকে দু দেশের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছিল। সেই বৈঠকের ফলশ্রুতিতেই এবার চুক্তি স্বাক্ষরিত হল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement