এক্সপ্লোর
জম্মু: পুঞ্চে ভারতীয় সেনার গুলিতে খতম পাক জঙ্গি

ফাইল ছবি
শ্রীনগর: জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ফের সেনার গুলিতে খতম এক জঙ্গি। সেনা সূত্রে খবর, শনিবার পুঞ্চে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করলে জওয়ানরা তাদের বাধা দেয়। গুলির লড়াইতে এক জঙ্গির মৃত্যু হয়। মৃতের দেহে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কুপওয়ারার কেরন সেক্টরে সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। পাক সেনার গুলিতে ভারতীয় সেনার দুই কুলির মৃত্যু হয়। আহত আরও দু’জন। মৃতদের নাম মহম্মদ হানিফ এবং জাভেদ। সূত্রের খবর, সীমান্তের একটি পোস্টে ওই কুলিরা সারাইয়ের কাজে গিয়েছিলেন। কাজ শেষে ফেরার পথে পাক সেনা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। তবে এখনও পর্যন্ত ভারতীয় সেনার তরফে এই ঘটনার কথা স্বীকার করা হয়নি
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















