পাক সীমান্তে ৪০০-র বেশি রুশ-নির্মিত ‘টি-৯০ ভীষ্ম’ যুদ্ধট্যাঙ্ক মোতায়েন করবে ভারত
মরু-অঞ্চলে বাহিনীর ক্ষমতা বৃদ্ধি করতে ২০২২-২০২৫ সালের মধ্যে প্রায় ১৩ হাজার ৪৪৮ কোটি টাকা ব্যয়ে ৪৬৪টি রুশ-প্রযুক্তিতে দেশে তৈরি ‘টি-৯০ ভীষ্ম’ যুদ্ধট্যাঙ্ক কিনবে সেনা।
নয়াদিল্লি: মরু-অঞ্চলে বাহিনীর ক্ষমতা বৃদ্ধি করতে ২০২২-২০২৫ সালের মধ্যে প্রায় ১৩ হাজার ৪৪৮ কোটি টাকা ব্যয়ে ৪৬৪টি রুশ-প্রযুক্তিতে দেশে তৈরি ‘টি-৯০ ভীষ্ম’ যুদ্ধট্যাঙ্ক কিনবে সেনা। যুদ্ধট্যাঙ্কগুলি তৈরি হবে অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অন্তর্গত অভদি হেভি ভেহিকল্স ফ্যাক্টরিতে। প্রসঙ্গত, এর আগে, রাশিয়া থেকে ১,৬৫৪ ট্যাঙ্ক আমদানি করেছে ভারত। এবার রুশ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশেই তৈরি হবে ৪৬৪টি ‘টি-৯০ ভীষ্ম’ ট্যাঙ্ক। বাহিনী সূত্রে খবর, ২০২০ সালের মধ্যে এক হাজারটি টি-৯০ ট্যাঙ্ক তৈরি করার বরাত পায় এইচভিএফ। এর জন্য ২০০৬-০৭ সালে চুক্তিও করে তারা। কিন্তু, এখনও পর্যন্ত ৪০০টি ট্যাঙ্ক তারা তৈরি করতে সক্ষম হয়েছে। বর্তমানে, ভারতীয় সেনার কাছে ১,০৭০টি টি-৯০ ও ২,৪০০ টি-৭২ যুদ্ধট্যাঙ্ক রয়েছে। এই সবগুলিই রাশিয়া থেকে কেনা। এর পাশাপাশি, ১২৪টি অর্জুন ট্যাঙ্কও রয়েছে সেনার হাতে। এখন এই নতুন ৪৬৪টি ট্যাঙ্ক চলে আসলে পাকিস্তান-সীমান্তে ভারতীয় সেনার ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে।