এক্সপ্লোর
Advertisement
ফেসবুকে তথ্য চুরি মামলায় নয়া দাবি: ২০১৪-তে কংগ্রেসকে হারাতে কেমব্রিজ অ্যানালিটিকাকে টাকা দিয়েছিলেন এক কোটিপতি!
নয়াদিল্লি: ফেসবুক থেকে কেমব্রিজ অ্যানালিটিকার তথ্য হাতানোর অভিযোগে নয়া মোড়। কেমব্রিজ অ্যানালিটিকার সঙ্গে কংগ্রেসের সম্পর্ক নিয়ে বিজেপির দাবির মধ্যেই চাঞ্চল্যকর দাবি পার্সোনাল ডেটা ডট আইও-র সহ প্রতিষ্ঠাতা পল অলিভিয়র ডেহায়ির। তথ্য চুরি সংক্রান্ত ব্রিটিশ পার্লামেন্টের শুনানিতে সাক্ষ্য দিতে গিয়ে অলিভিয়র বলেছেন যে, ২০১৪-র ভোটে কংগ্রেসকে হারাতে অর্থ দেওয়া হয়েছিল বলে তিনি শুনেছিলেন।
অলিভিয়র দাবি করেছেন, ব্রিটিশ কোম্পানির হয়ে ভারতে কর্মরত ড্যান মুরেসনকে এক ভারতীয় কোটিপতি টাকা দিয়েছিলেন। ওই কোটিপতি চাইতেন, কংগ্রেস ভোটে হারুক। পরে কেনিয়ায় মুরেসনের রহস্যজনকভাবে মৃত্যু হয়।
হাউস অফ কমন্সের ডিজিটাল, কালচারাল ও স্পোর্টস কমিটির সামনে সাক্ষ্য দিতে গিয়ে ক্রিস্টোফার ওয়েইলি নামে এক হুইসল ব্লোয়ার কংগ্রেসের সঙ্গে কেমব্রিজ অ্যানালিটিকসের সম্পর্ক থাকার দাবি করেছেন। কেমব্রিজ অ্যানালিটিকার ওই প্রাক্তন কর্মীর দাবি, তাঁর বিশ্বাস, কংগ্রেস সংস্থার ক্লায়েন্ট ছিল। তিনি আরও বলেন, কেমব্রিজ অ্যানালিটিকার কর্মী ও অফিস ভারতে ছিল। ক্রিস্টোফারও দাবি করেছেন, তাঁর পূর্বসুরী কেবব্রিজ অ্যানালিটিকার স্ট্যাটেজিক কমিউনিকেশন ল্যাবরেটরিজ (এসসিএল)-এর নির্বাচন সংক্রান্ত শাখার প্রধান ড্যান মুরেসন কেনিয়ায় রহস্যজনকভাবে মৃত্যু আগে ভারতে কাজ করতেন। ক্রিস্টোফার দাবি করেছেন, রোমানিয়ার নাগরিক মুরেসনকে কেনিয়ায় বিষ প্রয়োগ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি শুনেছিলেন।
ফেসবুক থেকে তথ্য হাতানোর অভিযোগের সঙ্গে কেমব্রিজ অ্যানালিটিকার যোগ নিয়ে চাপানউতোরের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ পার্লামেন্টের কমিটি বিষয়টি নিয়ে শুনানি করছে। এভাবে তথ্য হাতিয়ে ভারতে নির্বাচন প্রভাবিত করার অভিযোগও উঠেছে।
কমিটির সামনে সাক্ষ্য দিতে গিয়ে পল অলিভার ২০১৪-র নির্বাচনে কংগ্রেসকে হারাতে ভারতের এক কোটিপতির টাকা ঢালার দাবি করেছেন।
উল্লেখ্য, আগেই কংগ্রেস দাবি করেছিল যে, গুজরাতের ভোটে তাদের হারাতে এক শিল্পপতি কেমব্রিজ অ্যানালিটিকাকে টাকা দিয়েছিলেন। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা অভিযোগ করেছেন, কংগ্রেসের বিরুদ্ধে কাজ করতে গুজরাতের এক প্রবাসী ভারতীয় কেমব্রিজ অ্যানালিটিকাকে কোটি কোটি টাকা দিয়েছিলেন।
এর আগে গতকাল মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের কমিটির সামনে ক্রিস্টোফারের সাক্ষ্যের প্রসঙ্গ তুলে কংগ্রেসকে নিশানা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ। ক্রিস্টোফার কেমব্রিজ অ্যানালিটিকার কংগ্রেসের হয়ে কাজ করার যে দাবি করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে প্রসাদ কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন।
যদিও রণদীপ সুরজেওয়ালা এই অভিযোগ খারিজ করেছেন। তিনি বলেন, প্রসাদ কমন্সের শুনানির কিছু বাছাই করা তথ্য প্রকাশ করছেন। তিনি কেমব্রিজ অ্যানালিটিকা ও তাদের ভারতীয় অংশীদার সংস্থা ওবিআই-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে সরকারকে চ্যালেঞ্জ জানান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement