এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
সোমবার দেশে ফিরছে ঢাকার জঙ্গি-হামলায় নিহত ভারতীয় তারিষি জৈনের দেহ
নয়াদিল্লি: ঢাকার গুলশনে জঙ্গি হামলায় নিহত ভারতীয় তরুণী তারিষি জৈনের দেহ আগামীকালই দেশে ফিরছে। রবিবার একথা জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
এদিন ট্যুইটারে সুষমা বলেন, এটা জঘন্য হত্যার ঘটনা। যেহেতু অস্বাভাবিক মৃত্যু হয়েছে, তাই কিছু আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সুষমা আরও জানান, বাবার সম্মতিতেই আগামীকাল তারিষির দেহ নয়াদিল্লিতে আনা হবে। সেখানই মৃতদেহকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
সুষমা যোগ করেন, রাজধানী থেকে তারিষির নিথর দেহ উত্তরপ্রদেশের ফিরোজাবাদে নিয়ে যাবে তাঁর পরিবার। ইউনিভার্সিটি অফ বার্কলেজের ছাত্রী তারিষি ছুটি কাটাতে বাংলাদেশে গিয়েছিলেন। তাঁর বাবা বাংলাদেশে গত ১৫-২০ বছর ধরে পোশাকের ব্যবসা করেন।
শুক্রবার রাতে ঢাকার কূটনৈতিক এলাকা বলে পরিচিত গুলশনের আর্টিসান বেকারিতে হামলা চালায় ৭ জঙ্গি। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বহু বিদেশি। হামলায় ৮ ইতালীয়, ৭ জাপানি এবং এক ভারতীয় সমতে ২০ জন বিদেশিকে হত্যা করে জঙ্গিরা। পরে, নিরাপত্তাবাহিনীর সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর খতম হয় ৬ জঙ্গি। একজন ধরা পড়ে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement