এক্সপ্লোর
Advertisement
Youngest Mayor of India: দেশের কনিষ্ঠতম মেয়র হিসেবে শপথ তিরুবনন্তপুরমের আরিয়া রাজেন্দ্রনের
সারা দেশে কনিষ্ঠতম হিসেবে কেরলের তিরুবনন্তপুরম পুরসভার মেয়র পদে শপথ নিলেন সিপিএমের আরিয়া রাজেন্দ্রন। শহরের মুডাভানমুগুল ওয়ার্ড থেকে এবারের পুরসভার ভোটে জিতেছেন ২১ বছরের রাজেন্দ্রন। অল সেন্ট কলেজের অঙ্কে বিএসসি-র দ্বিতীয় বর্ষের পড়ুয়া তিনি।
তিরুবনন্তপুরম: সারা দেশে কনিষ্ঠতম হিসেবে কেরলের তিরুবনন্তপুরম পুরসভার মেয়র পদে শপথ নিলেন সিপিএমের আরিয়া রাজেন্দ্রন। শহরের মুডাভানমুগুল ওয়ার্ড থেকে এবারের পুরসভার ভোটে জিতেছেন ২১ বছরের রাজেন্দ্রন। অল সেন্ট কলেজের অঙ্কে বিএসসি-র দ্বিতীয় বর্ষের পড়ুয়া তিনি। মেয়র পদে শপথ নিয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, শহরের নতুন মেয়র হিসেবে কার্যভার পালনের সঙ্গে সঙ্গে পড়াশোনাও চালিয়ে যাবেন তিনি।
ডেপুটি মেয়র হয়েছেন সিপিএমেরই পিকে রাজু। কালেক্টর নভজোত খোসা ভিড়ে ঠাসা টাউন হলে রাজেন্দ্রনকে শপথ বাক্য পাঠ করান।
কেরলে সদস্যসমাপ্ত স্থানীয় সংস্থাগুলির নির্বাচনে বেশ ভালো ফল করেছে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ। তিরুবন্তপুরমেও পরপর দুইবার জিতল এলডিএফ। রাজেন্দ্রন তাঁর ওয়ার্ডে ২,৮৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ১০০ ওয়ার্ডের মধ্যে এলডিএফ জিতেছে ৫১ টিতে। বিজেপি ৩৪ আসনে জিতে দ্বিতীয় হয়েছে। কংগ্রেস এখানে তৃতীয় স্থানে।
রাজেন্দ্রনকে মেয়র পদে বেছে নেওয়ার সিদ্ধান্ত বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। কংগ্রেস সাংসদ শশী তারুরও তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
রাজেন্দ্রনের বাবা একজন ইলেক্টিশিয়ান ও মা এলআইসি এজেন্ট। রাজেন্দ্রন এখন বালসংঘমের রাজ্য সভাপতি ও সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর রাজ্য পর্যায়ের নেত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement