দিল্লিগামী ইন্ডিগোর বিমানে যান্ত্রিক গোলযোগ, নিতিন গডকড়ি ফিরলেন অন্য বিমানে
নাগপুরের বাবাসাহেব অম্বেডকর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টা ৫০ মিনিট নাগাদ টেক-অফ করার কথা ছিল ইন্ডিগো এয়ারলাইন্সের ৬ই-৬৩৬ ফ্লাইটের।
নাগপুর: যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়িকে নিয়ে নাগপুর বিমানবন্দর থেকে টেক-অফ করতে পারল না দিল্লিগামী ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান। অসামরিক বিমান চলাচল মন্ত্রক সূত্রে খবর, মঙ্গলবার নাগপুরের বাবাসাহেব অম্বেডকর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টা ৫০ মিনিট নাগাদ টেক-অফ করার কথা ছিল ইন্ডিগো এয়ারলাইন্সের ৬ই-৬৩৬ ফ্লাইটের। দিল্লিতে তা পৌঁছনোর কথা ছিল সকাল ৯টা ৩৫ নাগাদ। ওই বিমানে নিতিন গডকড়ি ছাড়াও ছিলেন ১৫৮ যাত্রী। বিমানবন্দরে সিনিয়র অধিকর্তা বিজয় মূলেকর জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি টেক-অফ করেনি। পরে, সকাল ১০টা ১০ নাগাদ বিমানটি দ্বিতীয়বার টেক অফের চেষ্টা করে। কিন্তু, এবারও টেক-অফ অসফল হয়। রানওয়ে থেকে ফিরিয়ে আনা হয় বিমানটিকে। যদিও, ইন্ডিগোর তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, গ্রাউন্ড চেকিংয়ের সময় ওই বিমানটিতে একটি গোলযোগ ধরা পড়ে। তা ঠিক করার জন্য বে-তে ফেরানো হয়। কিন্তু, সেখানেও, একই গোলযোগ ধরা পড়ায় বিমানটিকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নাগপুরে এখন সেটির মেরামতির কাজ চলবে। বিমানসংস্থার তরফে আরও জানানো হয়েছে, অধিকাংশ যাত্রীকে নিয়ে দুপুর ১টা ৫৪ মিনিটে অন্য বিমানে ওই ফ্লাইটকে পাঠানো হয়। তাঁরা জানান, গডকড়ি অবশ্য নিজের জন্য বিকল্প ব্যবস্থা করে নেওয়ায় বদলি বিমানে ছিলেন না। সূত্রের খবর, গডকড়ি অন্য ফ্লাইটে ফেরেন।