এক্সপ্লোর
Advertisement
ফের কাঠগড়ায় ইন্ডিগো, বিমানকর্মীদের 'অসাবধানতার' জেরে হুইলচেয়ার থেকে পড়ে গেলেন মহিলা যাত্রী
নয়াদিল্লি: ফের কাঠগড়ায় বিমানসংস্থা ইন্ডিগো! অভিযোগ বিমানকর্মীদের গাফিলতির জেরে, লখনউ বিমানবন্দরে হুইলচেয়ার থেকে পড়ে গিয়ে গুরুতর জখম এক মহিলা যাত্রী। বারংবার যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে পড়া বিমানসংস্থার সঙ্গে এবার সম্মুখ সমরে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। ঘটনা প্রসঙ্গে এএআই-এর মত ইন্ডিগো কর্মীদের সম্পূর্ণ গাফিলতির জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে। শনিবার রাত আটটা নাগাদ লখনউ বিমানবন্দরে দুর্ঘটনার ঘটনাটি ঘটে।
প্রসঙ্গত, গত সপ্তাহেই এক বয়স্ক যাত্রীর সঙ্গে অভব্য আচরণ করার জন্যে কড়া সমালোচনার মুখে পড়তে হয় ইন্ডিগো কর্তৃপক্ষকে। লিখিতভাবে ক্ষমা পর্যন্ত চাইতে হয়। পিটিআই সূত্রে খবর, এই ঘটনার পর আহত যাত্রী উর্ব্বশী পারিখ বিরেনের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছে বিমান সংস্থা। জানা গিয়েছেন, শনিবার মহিলার হুইলচেয়ারটি ঠেলে নিয়ে যাচ্ছিলেন এক ইন্ডিগো স্টাফ। তিনি মূলত গাড়ি যাওয়ার রাস্তায় দিয়েই অ্যারাইভাল হলের দিকে যাচ্ছিলেন। রাস্তাটায় সেরকম আলো ছিল না। আচমকাই টারম্যাকের মধ্যে একটি খন্দে আটকে যায় হুইলচেয়ারটি। ভারসাম্য হারিয়ে হুইলচেয়ার থেকে পড়ে যান ওই মহিলা। যে জায়গায় ঘটনাটি ঘটেছে, সেখানে কম আলো থাকা প্রসঙ্গে এয়ারপোর্ট অথরিটির দাবি, সারা বিমানবন্দরেই যথেষ্ট আলো ছিল। যদিও এই ঘটনায় এখনও লিখিত কোনও অভিযোগ দায়ের করেছেন বলে ওই মহিলা যাত্রী জানা যায়নি। তবে মহিলার এক আত্মীয় পুরো ঘটনার কথা টুইট করে জানান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement