এক্সপ্লোর
ঘরের মধ্যে বাতাসে দূষণে ২০১৫-এ ভারতে অকালমৃত্যু ১.২৪ লক্ষের

নয়াদিল্লি: রাস্তাঘাটের বাস, লরির ধোঁয়া নয়। ঘরের মধ্যেই দূষিত বাতাসের শিকার হয়েছেন ১.২৪ লক্ষ মানুষ। ২০১৫-র এই রিপোর্ট দেশের পরিবেশের ভয়াবহ চিত্রটা ফের নগ্ন করে দিয়েছে। বিখ্যাত মেডিক্যাল জার্নাল ল্যান্সেট বার করেছে এই রিপোর্ট। এতে দেখা যাচ্ছে, কয়লা বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য শিল্প সংক্রান্ত দূষণের থেকে ঘরোয়া দূষণের শিকার হয়েছেন অনেক বেশি ভারতীয়। রিপোর্ট বলছে, ভারতীয় বাড়িঘরে বায়ুদূষণ মারাত্মক, পরিস্থিতি আরও খারাপ গ্রামের দিকে। কারণ সেখানে কাঠ বা ঘুঁটে পুড়িয়ে রান্না হয়, হাওয়া বার হওয়ার সুব্যবস্থাও নেই। রিপোর্টে বলছে, বাতাসে অতি সূক্ষ পিএম২.৫ কণা মিশে থাকায় ২০১৫-য় ৫২৪,৬৮০ জনের অকালমৃত্যু হয়েছে।এই কণা বাড়িঘরে দূষণ ছড়ানোর জন্য সর্বাধিক দায়ী। এছাড়া কয়লা বিদ্যুৎ কেন্দ্র, পরিবহণ ও অন্যান্য শিল্প থেকে নির্গত দূষণের জেরে যথাক্রমে ৮০,৩৬৮ জন, ৮৮,০১৯ জন ও ১,২৪২০৭ জনের অকালমৃত্যু হয়েছে। গত বছর মে মাসে কাঠ ও ঘুঁটে পুড়িয়ে রান্না বন্ধ করতে ও দূষণ কমাতে ৫ কোটি গরিব পরিবারে বিনা মূল্যে রান্নার গ্যাসের সংযোগ দেয় ভারত সরকার। ২০১৫-য় দূষণজনিত অকালমৃত্যু তালিকায় সবার আগে রয়েছে চিন। সে বছর ৯৬৬,৭৯৩ চিনা নাগরিকের দূষণে অকালমৃত্যু হয়েছে। তবে এই মৃত্যুর বেশিরভাগই ঘটেছে শিল্পসংক্রান্ত দূষণের জেরে, বলছে রিপোর্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















