এক্সপ্লোর
পুঞ্চে পাকিস্তানি বাহিনীর প্রচন্ড শেলিংয়ে জখম ১০ দিনের বাচ্চার মৃত্যু, আহত বাবা, মা-ও
জান ও আরিফের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। তবে বিশেষ চিকিত্সার জন্য দুজনকেই জম্মুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
![পুঞ্চে পাকিস্তানি বাহিনীর প্রচন্ড শেলিংয়ে জখম ১০ দিনের বাচ্চার মৃত্যু, আহত বাবা, মা-ও Injured in Pakistani firing, 10-day-old baby dies in JK's Poonch পুঞ্চে পাকিস্তানি বাহিনীর প্রচন্ড শেলিংয়ে জখম ১০ দিনের বাচ্চার মৃত্যু, আহত বাবা, মা-ও](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/07/29152618/Army-1152510701.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জম্মু: ১০ দিনের বাচ্চা পাকিস্তানের সেনাবাহিনীর হামলার বলি হল। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি বাহিনীর প্রচন্ড শেলিংয়ে জখম বাচ্চাটির সোমবার এক হাসপাতালে মৃত্যু হয়। রবিবার রাতে পাক বাহিনীর ছোঁড়া মর্টার শেল শাহপুর সেক্টরে তাদের গ্রামে আছড়ে পড়লে জখম হয় বাচ্চাটি। তার মা ফতিমা জান (৩৫), বাবা মহম্মদ আরিফও (৪০) আহত হন। তিনজনকেই পুঞ্চের জেলা হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় চিকিত্সার জন্য।
সোমবারও সীমান্তের ওপার থেকে পাক সেনাদের গোলাগুলি বর্ষণ অব্যাহত ছিল। তবে ভারতীয় বাহিনীও পাল্টা মুখের মতো জবাব দিয়েছে বলে জানান সেনাবাহিনীর জনৈক মুখপাত্র। তিনি বলেন, রাত ১২টা ৪৫ নাগাদ পাকিস্তান সেনাবাহিনী বিনা প্ররোচনায় শাহপুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা এলাকায় ছোট অস্ত্র থেকে গুলি চালায়, মর্টার ছোঁড়ে। ভারতীয় সেনাবাহিনীও এর যোগ্য জবাব দিয়েছে।
জান ও আরিফের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। তবে বিশেষ চিকিত্সার জন্য দুজনকেই জম্মুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
রবিবার বিকাল ৫টা থেকে রাত ১০টার মধ্যে শাহপুর, সৌজিয়ান, মেন্ধার সেক্টরের গ্রামগুলি ও ভারতীয় ফৌজের সামনের সারির ফাঁড়িগুলি টার্গেট করে হামলা চালায় পাক বাহিনী। একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এতে।
২২ জুলাই রাজৌরির সুন্দরবনি সেক্টরে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের বলি হয়েছিলেন এক ভারতীয় জএয়ান। ২০ জুলাই পুঞ্চ সেক্টরে সীমান্তের ওপার থেকে চালানো গুলিবৃষ্টিতে এক নাগরিক জখম হন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)