এক্সপ্লোর
নতুন অফিসারদের নিয়োগের বিরোধিতা করে ভিজিল্যান্স কমিশনকে চিঠি সিবিআই-এর

নয়াদিল্লি: নতুন অফিসারদের নিয়োগ করা নিয়ে সিবিআই-এর অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে চলে এল। সিবিআই-এর পক্ষ থেকে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনকে (সিভিসি) লেখা চিঠিতে বলা হয়েছে, ‘সিবিআই ডিরেক্টর অলোক বর্মার অনুপস্থিতিতে স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা নতুন অফিসারদের নিয়োগের বিষয়ে মতামত জানাতে পারেন না। তাঁর এই অধিকার নেই। কারণ, তাঁর ভূমিকাই খতিয়ে দেখা হচ্ছে। এমন কয়েকজন অফিসারকে নিয়োগ করা হয়েছে, যাঁদের অপরাধের মামলায় সন্দেহের তালিকায় রাখা হয়েছে।’ সিবিআই-এর এই চিঠির বিষয়টি প্রকাশ্যে আসার পরেই সরব হয়েছে বিরোধী দলগুলি। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেছেন, ‘সিবিআই-এর দূরারোগ্য ব্যাধি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে। ১. যে অফিসারদের বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই, তাঁদেরই কেন সিবিআই-এ নিয়োগ করছে সিভিসি? ২. সিবিআই যদি অফিসারদের নিয়োগের সুপারিশ না করে, তাহলে কি বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য নামগুলি প্রধানমন্ত্রীর দফতর, বিজেপি, সঙ্ঘ থেকে আসছে?’ আম আদমি পার্টি নেতা আশুতোষ ট্যুইট করে বলেছেন, ‘আপনাদের রাজনৈতিক শত্রুদের খুন করতে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিন। এটাই এখন আপনাদের একমাত্র অ্যাজেন্ডা।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















