এক্সপ্লোর
অসমে সোমবার পর্যন্ত বন্ধ ইন্টারনেট পরিষেবা
সোমবার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেই সংবাদ সংস্থা সূত্রের খবর।

গোয়াহাটি: অসমে আরও ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে শান্তি শৃঙ্ঘলা বিঘ্নিত করার প্রয়াস রুখতেই এই সিদ্ধান্ত অসমের স্বরাষ্ট্র মন্ত্রক। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় উত্তাল অসম। পথে নেমে বিক্ষোভে সামিল হয়েছে আন্দোলনকারীরা। বুধবার থেকেই জায়াগায় জায়গায় ছড়িয়ে পড়ে সেই বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামায় প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেটও। ফেসবুক, ট্যুইটার, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় উত্তেজনাপূর্ণ ছবি, ভিডিও পোস্ট হওয়া আটকাতেই এই সিদ্ধান্ত নেয় সরকার। শনিবার ইন্টারনেটের ওপর সেই নিষেধাজ্ঞা আরও বাড়িয়ে দেওয়া হল। অসম সরকারের স্বরাষ্ট্র দফতরের সচিব সঞ্জয় কৃষ্ণ এদিন সংবাদসংস্থাকে জানিয়ে দেন, আরও ৪৮ ঘণ্টা গোটা রাজ্যেই ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। তিনি বলেন, ফেসবুক, ট্যুইটার, ইউটিউবের মাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করে গুজব রটিয়ে দেওয়া হচ্ছে। এতে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। সেকারণেই আগামী আরও ৪৮ ঘণ্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেই সংবাদ সংস্থা সূত্রের খবর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















