এক্সপ্লোর
ইনটেক্স নিয়ে এল ৫ ইঞ্চি ডিসপ্লের নয়া স্মার্টফোন, দাম মাত্র ৩,৯৯৯ টাকা

নয়াদিল্লি: ইনটেক্স নিয়ে এল তাদের নয়া বাজেট স্মার্টফোন অ্যাকোয়া সেন্স ৫.১। এই ফোনের দাম মাত্র ৩,৯৯৯ টাকা। কোম্পানির ওয়েবসাইটে দাম সহ ফোনটি তালিকাভূক্ত হয়েছে। শীঘ্রই ফোনকে কেনার সুযোগ পাবেন ক্রেতারা। গত বছর লঞ্চ হওয়া ইনটেক্স অ্যাকোয়া সেন্স ৫.০-র আপগ্রেড ভ্যারিয়ান্ট অ্যাকোয়া সেন্স ৫.১। এই হ্যান্ডসেটের ডিসপ্লে ৫ ইঞ্চি, রেজোলিউশন 480×854 পিক্সেল। অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ চালিত এই ফোনে রয়েছে 1.2GHz কোয়াড-কোর প্রোসেসর। সঙ্গে ৫১২ এমবি র্যাম। ইন্টারন্যাল স্টোরেজ ৮ জিবি। এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর সংস্থান রয়েছে। রয়েছে ২ মেগাপিক্সেল রিয়ার ও ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর ব্যাটারি 2500mAh । এতে রয়েছে ব্লুটুথ, GPRS/edge, ৩জি ওয়াই-ফাই এবং মাইক্রো-ইউএসবি-র মতো কানেক্টিভিটি ফিচার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















