এক্সপ্লোর
পুরস্কার প্রত্যাখান করলেন বেঙ্গালুরুর আইপিএস ডি রূপা

ছবি সৌজন্যে ট্যুইটার
বেঙ্গালুরু: বছরের সেরা সরকারি আধিকারিকের পুরস্কার প্রত্যাহার করলেন বেঙ্গালুরুর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (হোমগার্ড ও সিভিল ডিফেন্স) ডি রূপা। তাঁকে ‘নম্মা বেঙ্গালুরু অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত করা হয়েছিল। তবে এই পুরস্কারের সঙ্গে অনেক টাকা দেওয়া হবে বলে সেটি গ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছেন রূপা। নম্মা বেঙ্গালুরু ফাউন্ডেশন নামে যে স্বেচ্ছাসেবী সংগঠন এই পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল, সেই সংগঠনের সিইও শ্রীধর পাব্বিশেট্টিকে লেখা এক চিঠিতে এই আইপিএস বলেছেন, ‘প্রত্যেক সরকারি কর্মীরই নিরপক্ষেতা বজায় রাখা উচিত। যে সংগঠনগুলি আপাতদৃষ্টিতে রাজনৈতিক, তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখলে তবেই একজন সরকারি কর্মী পরিচ্ছন্ন ও নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখতে পারবেন। আসন্ন নির্বাচনের আগে এটা আরও প্রাসঙ্গিক হয়ে গিয়েছে।’ গত বছর রূপাই অভিযোগ করেন, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় কারাদণ্ডের সাজা পাওয়া প্রাক্তন এআইএডিএমকে প্রধান ভি কে শশীকলা বেঙ্গালুরুর কারাগারে বহাল তবিয়তে আছেন। এ বিষয়ে দুর্নীতি দমন শাখার কাছে সিসিটিভি ফুটেজও জমা দেন রূপা। তিনি এবার ফের খবরের শিরোনামে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















