এক্সপ্লোর
Advertisement
মাত্র ১ টাকায় ট্রেন যাত্রীদের ১০ লক্ষ টাকার বিমা অফার আইআরসিটিসি-র
নয়াদিল্লি: আগামী সেপ্টেম্বর থেকেই চালু হতে চলেছে ট্রেনযাত্রীদের জন্য ১০ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা। আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করা টিকিটের ক্ষেত্রে এই অফার দেওয়া হবে। এজন্য তাঁদের মাত্র ১ টাকা প্রিমিয়াম হিসেবে দিতে হবে। ট্রেন দুর্ঘটনায় রেলওয়ে যে ক্ষতিপূরণ দেয় তার পাশাপাশি এই বিমা প্রযোজ্য হবে। এই বিমার আওতায় আসবে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু, চোট বা শারীরিক অক্ষমতা। আইআরসিটিসি-র চেয়ারম্যান-কাম-ম্যানেজিং ডিরেক্টর একে মানোচা এ কথা জানিয়েছেন।
মানোচা জানিয়েছেন, এই বিমার অফারটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। আগামী সেপ্টেম্বর থেকেই তা কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
মানোচা জানিয়েছেন, ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেও ক্ষতিপূরণ পাওয়া যাবে। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে তিনটি বিমা কোম্পানিকে বাছাই করা হয়েছে। এই তিনটি কোম্পানি হল- শ্রীরাম জেনারেল, রয়্যাল সুন্দরম এবং আইসিআইসিআই লোম্বার্ড। এই বরাতের জন্য প্রথমে ১৯ টি কোম্পানির তালিকা তৈরি হয়েছিল। নিলাম প্রক্রিয়ার মাধ্যমে ওই তিনটি কোম্পানিকে বেছে নেওয়া হয়েছে।
তবে মানোচা জানিয়েছেন, এই অফার নেবেন কিনা, সেটি সংশ্লিষ্ট যাত্রীর ওপরই নির্ভর করছে।
উল্লেখ্য, বর্তমানে আইআরসিটিসি-র মাধ্যমে অনলাইনে দৈনিক ৫ লক্ষ টিকিট বুকিং হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement