এক্সপ্লোর
Advertisement
হিন্দু কলেজ কি মাদ্রাসা হয়ে গেছে? প্রশ্ন স্বামীর
নয়াদিল্লি: হিন্দু কলেজ কি মাদ্রাসা হয়ে গেছে? কলেজ পড়ুয়াদের হস্টেল ফি বৃদ্ধি প্রসঙ্গে এমনি মন্তব্য করলেন বিজেপি নেতা সুব্রক্ষ্মণ্যম স্বামী। এ নিয়ে তাঁর আপত্তির কথা মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভেদকরের কাছে লিখিতভাবে জানিয়েছেন স্বামী।
প্রসঙ্গত, হিন্দু কলেজে ছাত্রীদের হোস্টেল ফি ছাত্রদের তুলনায় অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে বিক্ষোভ চলছে পড়ুয়াদের মধ্যে। এই প্রসঙ্গেই স্বামী বলেন, হিন্দু কলেজে ছাত্রীদের হোস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি। টুইটারে তিনি লেখেন, হিন্দু কলেজ কি মাদ্রাসা হয়ে গেছে?
I have written a letter to HRD Minister objecting to Hindu College DU charging as Hostel fees triple from girl students! Become a Madrassa?
— Subramanian Swamy (@Swamy39) July 11, 2016
উল্লেখ্য, দিল্লি বিশ্ববিদ্যালয় অনুমোদিত ওই কলেজে ক্যাম্পাসের মধ্যেই ছাত্রদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে। ছাত্রীদের জন্য হোস্টেল নির্মাণের কাজ শুরু হয়েছে। সম্ভবত, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ থেকেই সেখানে থাকতে পারবে ছাত্রীরা।
কিন্তু এই হোস্টেল নিয়েই ক্ষোভের সঞ্চার হয়েছে পড়ুয়াদের মধ্যে। কর্তৃপক্ষের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ, অনিয়মের অভিযোগ তুলেছে তারা। জানা গিয়েছে, ছাত্রদের হোস্টেল ফি বাবদ দিতে হয় ৪৭,০০০ টাকা। সেখানে ছাত্রীদের দিতে বলা হয়েছে ৮২০০০ টাকা। ছাত্র ও ছাত্রীদের মধ্যে বৈষম্য ও পক্ষপাতের অভিযোগে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement