এক্সপ্লোর
Advertisement
মুম্বইয়ে জলপথে আইএস জঙ্গিদের প্রবেশের চেষ্টা, হুঁশিয়ারি কোস্ট গার্ডের, সতর্কতা জারি শহরে
মুম্বই: ভারতের বাণিজ্য নগরী মুম্বইয়ে জলপথে তিন সন্দেহভাজন আইএস জঙ্গি প্রবেশ করেছে মঙ্গলবার। এরপরই ভারতীয় কোস্ট গার্ডের তরফে মুম্বই পুলিশের কাছে সতর্ক হওয়ার বার্তা যায়। গোটা শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
এরপরই মুম্বই ও তার আশপাশের এলাকার নিম্নমানের হোটেল ও লজগুলিতে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। সাধারণত সেখানে লোক ঢোকানোর সময় পরিচয়পত্র যাচাই করে না হোটেল মালিকরা।
মঙ্গলবার মুম্বই পুলিশের কাছে ফ্যাক্স মারফত্ এই তথ্য পাঠায় ভারতীয় কোস্ট গার্ড। এরপরই সবধরনের নিরাপত্তাজনিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে মুম্বই পুলিশ। এমনকি কোস্ট গার্ডের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযানও শুরু হয়ে গেছে, জানিয়েছেন মুম্বইয়ের এক প্রবীণ পুলিশ আধিকারিক।
নভেম্বর ২০০৮-এ দশ লস্কর-ই-তৈবা জঙ্গিরা জলপথেই মুম্বইয়ে প্রবেশ করেছিল। সেবার মুম্বইয়ে জঙ্গি আক্রমণে ১৬৬ জনের প্রাণ গিয়েছিল। এই হামলার নেপথ্যে থাকা নয় জঙ্গিকে খতম করে পুলিশ এবং এক জঙ্গি আজমল কসবকে গ্রেফতার করা হয়।
পরে আদালতে কসবের দোষ প্রমাণ হলে, তাকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement