রক্ষীবিহীন ক্রসিংয়ে মানুষকে সতর্ক করতে রেলকে সহযোগিতা ইসরোর
নয়াদিল্লি: ধেয়ে আসা ট্রেন সম্পর্কে রক্ষীবিহীন রেল ক্রসিং দিয়ে পারাপার করা মানুষদের সতর্ক করতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল ইসরো।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তৈরি মহাকাশ প্রযুক্তি এবার হুটারের মাধ্যমে এগিয়ে আসা ট্রেন সম্পর্কে রেল ক্রসিংয়ে পারাপার করা মানুষদের সতর্ক করবে।
এরজন্য ইসরো-র তৈরি চিপ ১০ হাজার ট্রেনে মোতায়েন করতে চলেছে ভারতীয় রেল। জানা গিয়েছে, ক্রসিংয়ের প্রায় ৫০০ মিটার আগে থেকেই স্বয়ংক্রিয়ভাবে হুটার বাজিয়ে মানুষদের সতর্ক করা হবে। একইভাবে, সতর্ক হবেন ট্রেনচালকরাও।
সূত্রের খবর, ক্রসিং যত এগিয়ে আসবে, ততই বাড়তে থাকবে হুটারের আওয়াজ। আবার ট্রেন পার করে গেলেই, হুটার আপনা-আপনি বন্ধ হয়ে যাবে। পাইলট প্রকল্প হিসেবে, প্রথমে দিল্লি-গুয়াহাটি রাজধানী রুটে সোনেপুর ডিভিসনে দুটি রক্ষীবিহীন রেল ক্রসিংয়ে এই নতুন সিস্টেমের পরীক্ষা হবে।
পরবর্তীকালে, দিল্লি-মুম্বই রুটেও ইসরো-সিস্টেম চালু করার ভাবনাচিন্তা চালাচ্ছে রেল। একইসঙ্গে, রিয়েল-টাইমে ট্রেনের অবস্থান সম্পর্কেও তথ্য দেওয়া সম্ভব হবে এই সিস্টেমের মাধ্যমে। রিয়েল-টাইম ভিত্তিতে ট্রেনের অবস্থান জানতে ইতিমধ্যেই মুম্বই রাজধানী এবং গুয়াহাটি রাজধানী পরিষেবায় ব্যবহৃত হচ্ছে।
রেলের পরিসংখ্যান বলছে, এখনও দেশে প্রায় ৭২৫৪টি রক্ষীবিহীন রেল ক্রসিং রয়েছে। ৪০ শতাংশ দুর্ঘটনা রক্ষীবিহীন ক্রসিংয়ে ঘটে থাকে।