এক্সপ্লোর
গুজরাতে লোক গায়কদের ওপর হল টাকার বৃষ্টি

ভালসাদ: সাংস্কৃতিক অনুষ্ঠানে টাকার বৃষ্টি এ দেশে নতুন কিছু নয়। আর গুজরাতে এ ধরনের ঘটনার রীতিমত প্রচলন রয়েছে। এবার ঘটনাস্থল ভালসাদ জেলা। গতকাল এক দানধ্যানমূলক অনুষ্ঠানে গান গাওয়া লোক গায়কদের ওপর ৫০ লাখের মত টাকা বর্ষানো হয়েছে। দুই নামী গায়ক গায়িকা ব্রিজরাজদান গাদভি ও গীতা রাবারের ওপর ১০, ২০০ ও ৫০০ টাকার নোট ঝরিয়েছেন মুগ্ধ শ্রোতৃমণ্ডলী। দেখুন সেই ভিডিও
অনুষ্ঠানটির আয়োজন করেন স্থানীয় কালওয়াদা জেলার পঞ্চায়েত প্রধান আশিস প্যাটেল। দাতব্য সংগঠন জলরাম মানব সেবা ট্রাস্টকে আর্থিক সাহায্যের জন্য হয় এই অনুষ্ঠান, যাতে তারা গ্রামের জন্য একটি অ্যাম্বুলেন্স কিনতে পারে। আশিস প্যাটেল জানিয়েছেন, অনুষ্ঠানে যোগ দেন বহু স্থানীয় মানুষ। তাঁরাই লোক গায়কদের ওপর টাকার বৃষ্টি করেন। এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে প্রায় ৫০ লাখ টাকা। পুরোটাই দেওয়া হবে ওই ট্রাস্টকে। ২০১৬ সালে গোটা দেশ যখন নোটবাতিল সংক্রান্ত সমস্যায় ভুগছে, তখন গুজরাতের নাভসারি জেলায় গায়কদের ওপর ৪০ লাখ টাকার বৃষ্টি হয়। তা নিয়ে বিতর্ক কম হয়নি। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















