এক্সপ্লোর
জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে নিহত সেনা জওয়ান, জখম দুই নিরাপত্তা কর্মী

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে মৃত্যু হল এক সেনা জওয়ানের। মারা গিয়েছেন এক সাধারণ মানুষও। এই ঘটনায় জখম হয়েছেন দুই নিরাপত্তা কর্মী।
আধিকারিকরা জানিয়েছেন, জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী গতকাল কুলগামের খুদওয়ানি এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। এদিন ভোরে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। তিন নিরাপত্তা কর্মী জখম হন। তাঁদের মধ্যে একজনের হাসপাতালে মৃত্যু হয়।
স্থানীয়রা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে।
জানা গেছে, ২৫ বছরের এক জখম যুবকের হাসপাতালে মৃত্যু হয়েছে। নিহত যুবক কীভাবে জখম হলেন, তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন আধিকারিকরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















