ফয়াজ হত্যা: তিন সন্দেহভাজন জঙ্গির ছবি-সহ পোস্টার, পুরস্কার ঘোষণা পুলিশের
শ্রীনগর: সেনা অফিসার লেফটেন্যান্ট উমর ফয়াজের সন্দেহভাজন হত্যাকারী তিন হিজবুল জঙ্গির ছবি সহ পোস্টার প্রকাশ করল জম্মু ও কাশ্মীর পুলিশ। একইসঙ্গে, হত্যাকারীদের সন্ধান দিলে পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করল প্রশাসন।
কাশ্মীরি তরুণ ফয়াজের অপহরণ ও হত্যার তদন্তে তিন জঙ্গির নাম উঠে আসে। এরা হল—ইশফাক আহমেদ ঠোকর, গয়েশ-উল-সালাম ও আব্বাস আহমেদ ভট্ট। এর মধ্যে প্রথম ২ জন পাদেরপোরা গ্রামের বাসিন্দা এবং তৃতীয়জন মন্ত্রীবাগের।
এদিন দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের বিভিন্ন জেলায় তিন জঙ্গির ছবি সহ পোস্টার টাঙিয়ে দিয়েছে পুলিশ। সেখানে দেখা যাচ্ছ, জঙ্গিরা বন্দুক হাতে রয়েছে। পোস্টারে লেখা রয়েছে—যে ব্যক্তি এদের সম্পর্কে খোঁজ দেবেন, তাঁকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি, তাঁদের পরিচয় গোপন রাখারও আশ্বাস দিয়েছে প্রশাসন।
আত্মীয়ের বিয়ে থেকে ফেরার পথে ২২ বছরের ফয়াজকে গত মঙ্গলবার রাতে শোপিয়ানে অপহরণ করা হয়। পরের দিন সকালে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। এই ঘটনায় গোটা রাজ্য তথা দেশে তুমুল আলোড়নের সৃষ্টি হয়। পুলিশ ও সেনা জানিয়ে দেয়, ফয়াজের হত্যাকারীদের সাজা দেওয়া হবেই।
কুলগাম জেলার বাসিন্দা ফয়াজ জম্মুর আখনুরে ইনফ্যান্ট্রি ডিভিশনে ছিলেন। গত ডিসেম্বরেই তিনি সেনায় যোগ দেন। তুতো বোনের বিয়ের জন্য তিনি প্রথমবার ছুটি নিয়েছিলেন। ফয়াজের হত্যাকে কাপুরুষোচিক বলে উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি।
গতকালই, প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে ৬ জঙ্গির কথা জানানো হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল, জড়িতরা লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনের সদস্য। পাশাপাশি, প্রাথমিক তদন্তের পর পুলিশও জানায়, ফয়াজের অপহরণ ও হত্যাকাণ্ডে সম্ভবত হিজবুল জঙ্গিরাই জড়িত।