এক্সপ্লোর
কাশ্মীরে পাথর নিক্ষেপকারীদের ‘ক্যাশলেস’ অর্থের যোগান পাকিস্তানের, অন্তর্তদন্তে ধরা পড়ল নয়া তথ্য

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরে নিরাপত্তাবাহিনী ও পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনায় বিস্ফোরক তথ্য। ভারতীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, পাথর ছোড়ার জন্য স্থানীয় যুবকদের অর্থ যোগায় পাকিস্তান। দীর্ঘদিন ধরেই এই অভিযোগ ভারতের। কিন্তু কীভাবে সেই অর্থ পাঠানো হয়, সে সম্পর্ক সম্প্রতি অন্তর্তদন্তে উঠে এসেছে নয়া তথ্য। ভারতীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, জম্মু-কাশ্মীরে উত্তেজনা সৃষ্টি করতে প্রাচীন পণ্য বিনিময় পদ্ধতিতে হামলাকারীদের ক্যাশলেস রসদ যোগায় পাকিস্তান। বিনিময় পদ্ধতিতে কোনও জিনিসের পরিবর্তে সমমূল্যের জিনিস দেওয়াই দস্তুর। সূত্রের খবর, পাক-অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদ থেকে শ্রীনগরে আসা পণ্যবাহী ট্রাকের মাধ্যমে অর্থ যোগানো হয় পাথর-হামলাকারীদের। উদাহরণ হিসেবে ধরে নেওয়া যাক, মুজফ্ফরাবাদ থেকে আসা একটি ট্রাকে পাঁচ লক্ষ টাকার পণ্য রয়েছে। কিন্তু সেই ট্রাক যখন শ্রীনগর থেকে ফিরছে তখন সেখানে পণ্যের পরিমাণ ২ লক্ষ টাকা। অর্থাত্, তিন লক্ষ টাকা এক্ষেত্রে বিনিময় পদ্ধতিতে হিসেবে পৌঁছে দেওয়া গেল। সেই টাকা পৌঁছে যায় পাথর নিক্ষেপকারীদের কাছে। গোয়েন্দা সূত্রে খবর, ইতিমধ্যেই নিরাপত্তা সংস্থাগুলির কাছে পাকিস্তানের এই কৌশল ফাঁস হয়ে গিয়েছে। এখন শ্রীনগর ও পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে যাতায়াতকারী এ ধরনের ট্রাকগুলির উপর নজরদারি চালাতে শুরু করেছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। অর্থ যোগানোর এই লাইফ লাইন বিচ্ছিন্ন করে দিতে পারলেই কাশ্মীরে পাথর-হামলার মোকাবিলা করা সম্ভব হবে বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















