এক্সপ্লোর
রাজস্থানে শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙচুর
বিজেপি কর্মীদের একটি প্রতিনিধিদল আজ ভিলওয়াড়ার পুলিশ সুপারের কাছে গিয়ে স্মারকলিপি পেশ করে দাবি করে, যত দ্রুত সম্ভব দোষীদের গ্রেফতারি চাই।

জয়পুর: রাজস্থানের ভিলওয়াড়ায় শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা। সোমবার পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় লোকজনের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে এ ব্যাপারে। ভিলওয়ারার পুলিশ সুপার হরেন্দ্র কুমার বলেছেন, শাহপুরা থানা এলাকায় উম্মেদ সাগর ক্রসিংয়ে বসানো জনসঙঘ প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তিটি রবিবার রাতে ভেঙে দেয় কিছু অজ্ঞাতপরিচয় সমাজবিরোধী। সেটি ভাঙাচোরা অবস্থায় দেখা যায়। বিজেপি কর্মীদের একটি প্রতিনিধিদল আজ ভিলওয়াড়ার পুলিশ সুপারের কাছে গিয়ে স্মারকলিপি পেশ করে দাবি করে, যত দ্রুত সম্ভব দোষীদের গ্রেফতারি চাই। হরেন্দ্র কুমার বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, নজর রাখা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর। প্রসঙ্গত, সম্প্রতি জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তোলার যে পদক্ষেপ কেন্দ্রের সরকার করেছে, সেটি ছিল শ্যামাপ্রসাদের দীর্ঘদিনের দাবি। ‘এক দেশ, এক নিশান’ চালুর দাবিতে তিনি প্রায় ৭০ বছর আগে তত্কালীন জম্মু ও কাশ্মীরে প্রবেশ করেছিলেন। সেখানে তিনি গ্রেফতারির পর মারা যান, যা নিয়ে প্রবল বিতর্ক হয়। বিজেপি নেতারা ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে তাঁদের প্রতিক্রিয়ায় বলেছেন, প্রয়াত শ্যামাপ্রসাদের স্বপ্নপূরণ হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















