জয় শাহ-বিতর্ক: হুমকি, মামলার মুখেও অবিচল ‘দ্য অয়ার’-এর সাংবাদিক রোহিনী সিংহ
নয়াদিল্লি: তাঁর লেখা প্রতিবেদনকে ঘিরে এখন তোলপাড় কেন্দ্রীয় রাজনীতি। প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে ধেয়ে আসছে হুমকি। করা হয়েছে মানহানির মামলাও। তা সত্ত্বেও নিজের অবস্থানে অবিচল নির্ভিক সাংবাদিক রোহিনী সিংহ।
অমিত শাহের ছেলেকে নিয়ে নিউজ পোর্টাল দ্য অয়ারে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছেন সাংবাদিক রোহিনী সিংহ। আর তারপরই ওয়েবসাইটের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন বিজেপি সভাপতির ছেলে।
যদিও, রোহিনী সিংহ ফেসবুক পোস্টে লিখেছেন, আমার প্রথম কাজ ক্ষমতাসীনদের উদ্দেশে সত্যিটা বলা। সরকারকে প্রশ্ন করা। প্রসঙ্গত, ২০১১ সালে রবার্ট বঢ়রার জমি কেলেঙ্কারির খবরও সামনে আনেন এই রোহিনী সিংহই। যাকে হাতিয়ার করে গাঁধী পরিবারের বিরুদ্ধে আসরে নেমে পড়ে বিজেপি! আজও তাঁরা সুযোগ পেলেই সনিয়া গাঁধীর জামাতার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে খোঁচা দেয়!
কিন্তু, সেই একই সাংবাদিক অমিত শাহের ছেলেকে নিয়ে খবর করা মাত্র, মানহানির মামলা। এসবরে পরও অবশ্য অবিচল রোহিনী। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, কেউ কেউ যেটা চেপে যেতে চায়, সেটাই খবর। বাকিটা বিজ্ঞাপন। অন্যদের কথা বলতে পারব না। কিন্তু, আমি নিজের ফোকাস সরাতে পারব না। চারপাশে যা দেখি, সেসব করার চেয়ে সাংবাদিকতা ছেড়ে দিতেও রাজি।