প্রথম মৃত্যুবার্ষিকীতে জয়ললিতাকে নীরব মিছিলে শ্রদ্ধা পনীরসেলভম, পালানিস্বামীর
চেন্নাই: এডিএমকে-র প্রাক্তন সুপ্রিমো জয়ললিতার প্রথম মৃত্যুবার্ষিকী পালন করলেন দলের শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার, ‘আম্মা’-র সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন ও পনীরসেলভম ও কে পালানিস্বামী সহ একাধির শীর্ষ এডিএমকে নেতারা। দেখা যায় বহিষ্কৃত নেতা টিটিভি দীনাকরণকেও।
এদিন কালো পোশাক পরে এডিএমকে-র আহ্বায়ক পনীরসেলভম ও সহ-আহ্বায়ক পালানিস্বামীর নেতৃত্বে দলীয় কর্মীরা নীরব মিছিল করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী, সাংসদ, বিধায়ক। মিছিল অণ্ণা সালাই থেকে শুরু হয়ে শেষ হয় মারিনা বিচে—যেখানে প্রয়াত নেত্রীর সমাধি রয়েছে।
জয়ললিতার সমাধিতে পুষ্পার্ঘ্যে দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী এবং উপ-মুখ্যমন্ত্রী ও পনীরসেলভম। ২০১৬ সালের ডিসেম্বর মাসে এখানেই শায়িত হন জয়ললিতা। দুই শীর্ষ নেতা বেশ কিছুক্ষণ হাতজোড় করে সমাধির সামনে দাঁড়িয়েছিলেন। তারপর তাঁরা নতমস্তকে শ্রদ্ধা জানান।
জয়ললিতার পাশাপাশি এদিন এডিএমকে প্রতিষ্ঠাতা প্রয়াত এম জি রামচন্দ্রণকেও শ্রদ্ধা জানান দুই নেতা সহ দলের শীর্ষ পদাধিকারীরা। পরে, পনীরসেলভমের নেতৃত্বে দলীয় কর্মীরা একটি শপথ নেন। সেখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে ‘আম্মার স্বর্ণযুগ’ ফিরিয়ে আনার শপথ নেন সকল এডিএমকে কর্মীরা। প্রয়াত নেত্রীর স্মরণে দু-মিনিট নীরবতা পালন করা হয় সমাধিস্থলে।
এদিকে, দলের বহিষ্কৃত নেতা দীনাকরণের নতৃত্বেও একটি মিছিল একইভাবে অণ্ণা সালাই থেকে মারিনা বিচে। একটি জিপের সামনে জয়ললিতার বিশাল ছবি লাগানো ছিল। দীনাকরণের সঙ্গে মিছিলে অংশ নেন কয়েকজন বহিষ্কৃত বিধায়ক সহ তাঁর অনুগামীরাও।