এক্সপ্লোর
Advertisement
আদালতে জিন্স-টি শার্ট কেন? ‘বম্বের ঐতিহ্য বিরোধী, সাংবাদিককে বিচারপতি
মুম্বই: মুম্বই হাইকোর্টে মহারাষ্ট্রে চিকিত্সকদের কর্মবিরতি নিয়ে মামলা চলছিল। এরমধ্যেই আচমকা বিচারপতি মঞ্জুলা চেল্লুর এবং জিএস কুলকার্নির নজরে আসে, আদালত চত্বরে এক সাংবাদিক খবর করতে এসেছেন জিনস-টি শার্ট পরে। সাংবাদিককে সঙ্গে সঙ্গে বিচারপতিদের প্রশ্ন আপনি আদালতে এধরনের পোশাকে খবর করতে কেন এসেছেন? বিচারপতিদের দাবি, এই পোশাক ‘বম্বের ঐতিহ্য বিরোধী’।
এরপরই মুম্বই পুরসভার আইনি পরামর্শদাতাকে বিচারপতিরা প্রশ্ন করেন, আদালতে সাংবাদিকদের কোনও বিশেষ ড্রেস কোড আছে কিনা? এর উত্তরে মিস্টার পাকালে জানান, আদালতে আসার জন্যে বিশেষ কোনও ড্রেসকোড নেই। প্রসঙ্গত, এই প্রথম কোনও আদালত সাংবাদিকের পোশাক নিয়ে প্রশ্ন তুলল।
এর আগে ২০১১ সালে বম্বে হাইকোর্ট সেখানে আসা ব্যক্তিদের পোশাকের ওপর বিশেষ ড্রেস কোড চাপিয়ে ছিল। সেবার আদালতের বাইরে নোটিস টাঙানো হয়েছিল, নিরাপত্তাকর্মীরা শুধুমাত্র তাঁদের প্রবেশেই অনুমতি দেবে, যাঁরা ভদ্র ও মার্জিত পোশাক পরে আদালত চত্বরে আসবেন। এমনকি এক বিদেশী দম্পতিকে এই নিয়ম লঙ্ঘনের জন্যে আড়াই হাজার টাকা জরিমানাও দিতে হয়েছিল। দম্পতির বিরুদ্ধে ১১২ ধারায় মামলা করা হয়েছিল। এমনকি ওই দম্পতিকে শাল দিয়ে তাঁদের দেহের খোলা অংশও ঢেকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর দম্পতির সঙ্গে পুলিশের কথা কাটাকাটিও হয়। এর জেরে ওই দম্পতিকে গ্রেফতার পর্যন্ত করতে হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement