এক্সপ্লোর
Advertisement
এয়ার ইন্ডিয়ার জন্য এক যোগে দরপত্র দেবে জেট এয়ারওয়েজ, এয়ার ফ্রান্স-কেএলএম ও ডেল্টা এয়ারলাইন্স
নয়াদিল্লি: কেন্দ্র এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণের সিদ্ধান্ত নেওয়ার পর সরকারি এই উড়ান পরিবহণকে কেনার আগ্রহ দেখাল জেট এয়ারওয়েজ, এয়ার ফ্রান্স-কেএলএম ও ডেল্টা এয়ারলাইন্স। তারা এক সঙ্গে হাত মিলিয়ে এয়ার ইন্ডিয়ার নিলামে অংশ নেবে বলে খবর।
কেন্দ্র অনেকদিন ধরেই বলছে, তারা লোকসানে চলা এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণ চায়, শিগগিরই তারা আগ্রহীদের কাছ থেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা ইওআই চাইবে।
যদিও জেট, এয়ার ফ্রান্স-কেএলএম ও ডেল্টা- সব পক্ষই জানিয়ে দিয়েছে, তারা আপাতত এ ব্যাপারে মুখ খুলবে না।
এয়ার ফ্রান্স-কেএলএম গোষ্ঠীর সঙ্গে মাসকয়েক আগে বোঝাপড়া আরও বাড়িয়েছে জেট এয়ারওয়েজ। এই এয়ার ফ্রান্স-কেএলএমের সঙ্গে আবার মার্কিন উড়ান সংস্থা ডেল্টা এয়ারওয়েজের বোঝাপড়া রয়েছে। একসঙ্গে এরা সবথেকে বড় ট্রান্স আটলান্টিক উড়ান সংস্থা, রোজ এদের ২৭০টির বেশি বিমান ওড়ে। জেট এয়ারওয়েজের সিইও বিনয় দুবে দীর্ঘদিন ডেল্টায় কর্মরত ছিলেন।
উল্টোদিকে একটি মন্ত্রীগোষ্ঠী এখন এয়ার ইন্ডিয়ার শেয়ার বেচা সংক্রান্ত সব শর্ত চূড়ান্ত করতে ব্যস্ত। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়া কিনতে আগ্রহ দেখিয়েছে ইন্ডিগো ও নাম না জানা একটি বিদেশি উড়ান সংস্থা।
এদিকে তথ্য জানার অধিকার আইনে দেখা যাচ্ছে, নানা ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট সংক্রান্ত কারণে এয়ার ইন্ডিয়ার কেন্দ্রের কাছে ৩২৫ কোটি টাকার বেশি বকেয়া রয়েছে। নানা সময়ে রাষ্ট্রনেতারা এয়ার ইন্ডিয়ার চার্টার্ড উড়ানে চড়ে বিদেশ গিয়েছেন কিন্তু তার খরচটা আর দিয়ে ওঠা হয়নি। মূলত রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিশেষ এই বিমানে করে বিদেশ সফর করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement