কর্নাটক: এবার রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাম জেঠমালানি
নয়াদিল্লি: এবার কর্নাটকের সরকার-গঠন ‘নাটকে’ ময়দানে অবতীর্ণ হলেন প্রবীণ আইনজীবী রাম জেঠমালানি। যেভাবে বিজেপিকে সরকার গঠন করতে আহ্বান জানিয়েছেন কর্নাটকের রাজ্যপাল, তাতে তিনি ‘সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার’ করেছেন বলে দাবি করে বৃহস্পতিবার তিনি নিজ ক্ষমতায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন।
প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চের সামনে আবেদন করেন জেঠমালানি। তিনি জরুরি ভিত্তিতে শুনানির আর্জিও জানিয়েছিলেন। সেই প্রেক্ষিতে এদিন সকালে আদালত খোলার সঙ্গে সঙ্গেই শুনানি হয়। জেঠমালানি জানান, কর্নাটক রাজ্যপালের এই নির্দেশ (বিজেপিকে সরকার গঠনের আমন্ত্রণ) সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার। এই নির্দেশ দিয়ে তিনি রাজ্যপালের দফতরের সম্মানহানি করেছেন। প্রবীণ আইনজীবীর দাবি, তিনি কোনও দলের পক্ষে বা বিপক্ষে আসেননি। তিনি মামলা দায়ের করেছেন কারণ, রাজ্যপালের নেওয়া সংবিধান-বহির্ভূত সিদ্ধান্তে তিনি মর্মাহত।
বিচারপতি এ এম খানউইলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জেঠমালানিকে জানায়, আগামী ১৮ তারিখ বিচারপতি এ কে সিকরির নেতৃত্বাধীন তিন-সদস্যের বেঞ্চের সামনে আবেদন করতে। কারণ, ওই বেঞ্চই এই মামলা সংক্রান্ত কংগ্রেস ও জেডিএস-এর আবেদনও শুনছে।
প্রসঙ্গত, রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার রাতেই সুপ্রিম কোর্টের বিশেষ মামলা দায়ের করে কংগ্রেস ও জেডিএস। সেখানে আবেদন করা হয়, মুখ্যমন্ত্রীর পদে ইয়েদুরাপ্পার শপথগ্রহণ যাতে স্থগিত রাখার নির্দেশ দেয় শীর্ষ আদালত। কিন্তু, আদালত রাজি হয়নি। এদিন সকালে শপথ নেন ইয়েদুরাপ্পা।