এক্সপ্লোর
Advertisement
দলিত মহিলাকে চুলের মুঠি ধরে চড় পুলিশের,তদন্তের নির্দেশ ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর
দলিত মহিলাকে চুলের মুঠি ধরে পুলিশের চড় মারার ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন বহু মানুষ। ভিডিওতে দেখা যাচ্ছে সাহেবগঞ্জ বারহাইট পুলিশ স্টেশনের এক পুলিশ অফিসার এক তরুণীকে চড় মারছে, চুলের মুঠি ধরে টানছে।
রাঁচি:দলিত মহিলাকে চুলের মুঠি ধরে পুলিশের চড় মারার ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন বহু মানুষ। ভিডিওতে দেখা যাচ্ছে সাহেবগঞ্জ বারহাইট পুলিশ স্টেশনের এক পুলিশ অফিসার এক তরুণীকে চড় মারছেন, চুলের মুঠি ধরে টানছেন। এটি নজরে পড়েছে ঝাড়খন্ডের মুখ্যমন্তী হেমন্ত সোরেনেরও। তিনি ট্যুইট করে এ ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সোরেন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এমভি রাওকে ট্যাগ করে লিখেছেন, এ রকম আচরণ অত্যন্ত লজ্জাজনক এবং একেবারেই কাম্য নয়। কোন পুলিশ অফিসার এই কাজটি করেছেন, তাঁকে খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সোরেন। জনপ্রিয় চিত্রপরিচালক অবিনাশ দাশ বিষয়টি নিয়ে ট্যুইট করেছিলেন। তারই সূত্র ধরে ট্যুইট করেন সোরেন। তা ছাড়াও সারাদিন ধরে বিষয়টির কড়া সমালোচনা ও নিন্দা করেছেন অসংখ্য মানুষ।
জানা যাচ্ছে, ওই তরুণী দলিত সম্প্রদায়ভুক্ত। প্রেমের বিয়ে সংক্রান্ত একটি বিষয়ে পুলিশের প্রশ্নের উত্তর দিতে তাঁকে থানায় যেতে হয়েছিল। চিত্রপরিচালকের উদ্দেশে সোরেন পরে ট্যুইট করে লেখেন, ওই অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিএসপি বারাওয়াকে নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টির তদন্ত করে রিপোর্ট জমা দিতে। তরুণীর উপর যাতে আর না হামলা হয় সে জন্য নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement