এক্সপ্লোর
ঝাড়খণ্ড: অ্যাম্বুলেন্স দেয়নি হাসপাতাল, পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে মায়ের কোলেই মৃত্যু শিশুর

ছবি সৌজন্যে -এএনআই/ট্যুইটার
রাঁচি: উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে শিশুমৃত্যুর ঘটনা সারা দেশেই আলোড়ন পড়ে গিয়েছে। এরইমধ্যে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটল ঝাড়খণ্ডে। হাসপাতাল থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে মায়ের কোলে মারা গেল একটি শিশু। গুমলার সদর হাসপাতালে চিকিত্সাধীন ছিল তিন বছরের শিশুটি। গত শুক্রবার সন্তানকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন তার মা। কিন্তু হাসপাতাল থেকে সন্তানকে নিয়ে কীভাবে বাড়ি যাবেন তার মা? সে কথা ভাবার কোনও প্রয়োজনই মনে করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর জন্য কোনও অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করা হয়নি।
হতদরিদ্র বিধবা মহিলা সরিতা ওরাঁও অসুস্থ সন্তানকে কোলে নিয়েই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলেন। কিন্তু পথ যে অনেক- প্রায় ৪০ কিমি! এই যাত্রার ধকল সহ্য করতে পারেনি তিন বছরের ছোট্ট প্রাণ। মায়ের কোলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির মৃত্যুর কোনও দায় নিতে চায়নি। হাসপাতালের পদস্থ আধিকারিক ড. আরএন যাদব বলেছেন, শিশুটি এখানে চিকিত্সাধীন ছিল।তাকে অন্য কোনও হাসপাতালে রেফারও করা হয়নি। পরে দেখা গেল তার মা সন্তানকে নিয়ে চলে গিয়েছে। পথে পুলিশেরও কোনও সাহায্য মেলেনি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শিশুকে কোলে নিয়ে ওই মহিলাকে রাস্তায় হেঁটে যেতে দেখেছিলেন। স্থানীয় লোকজন তাঁকে টাকাপয়সার বন্দোবস্ত করে একটি টেম্পোতে চাপিয়ে বাড়ি পাঠিয়ে দেন।Gumla (Jharkhand): 3-year old died in his mother's lap while being taken home 40 kms away on foot after hospital allegedly refused ambulance pic.twitter.com/M4lQpzPwya
— ANI (@ANI) August 19, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















