এক্সপ্লোর
বিয়েতে 'না' প্রেমিকার, অফিসের চুরি করা ৫ লক্ষ টাকা পুড়িয়ে ফেলল যুবক! গ্রেফতার

সেহোর (মধ্যপ্রদেশ): বিয়ে করবেন বলে কর্মস্থল থেকে চুরি করেন ৬ লাখ টাকার বেশি, কিন্তু শেষ মূহূর্তে প্রেমিকা বেঁকে বসায় রাগে ৫ লক্ষ টাকা পুড়িয়ে ফেললেন মধ্যপ্রদেশের সেহোরের এক যুবক! পুলিশ জানিয়েছে, জিতেন্দ্র গয়াল নামে ২২ বছরের ছেলেটিকে গতকাল গ্রেফতার করা হয়েছে। একটি আর্থিক সংস্থার ক্যাশিয়ার তিনি। গত বুধবার তিনি ফার্মের লকার থেকে ৬ লক্ষ ৭৪ হাজার টাকা সরিয়ে ফেলেন বলে অভিযোগ। কিন্তু অফিসের ম্যানেজারের নজরে ঘটনাটি আসতেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। নানা সূত্রে খবর জোগাড় করে পলাতক জিতেন্দ্রকে অর্থ চুরির ২৪ ঘন্টার মধ্যেই হরদা জেলা থেকে খুঁজে বের করে পুলিশ। সেখানেই তার বাড়ি। জেরায় জিতেন্দ্র জানায়, ভালবাসার মেয়েকে বিয়ে করবে বলে সে ওই টাকা সরিয়েছিল। কিন্তু শেষ মূ্হূর্তে মেয়েটি বিয়েতে অসম্মতি প্রকাশ করে জানায়, তার অন্যত্র বিয়ে ঠিক হয়েছে। এতে চরম আঘাত পায় জিতেন্দ্র। প্রচণ্ড রাগের মাথায় ৫ লক্ষ টাকা পুড়িয়ে ফেলে সে। জনৈক ভারপ্রাপ্ত পুলিশ অফিসার বলেন, ও বলেছে, আত্মহত্যা করতে চেয়েছিল। আমরা ৫০০ টাকার নোটে ৫ লক্ষ পোড়া টাকা উদ্ধার করেছি। নগদ ৪৬ হাজার টাকা ও আরও ১ লক্ষ ২৮ হাজার পেয়েছি একটি কাবার্ড থেকে। জিতেন্দ্রর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট নানা ধারায় মামলা দায়ের করে আরও তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশকর্তাটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















