এক্সপ্লোর
সততার নজির জম্মু ও কাশ্মীরের ২ পুলিশকর্মীর

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের ২ পুলিশকর্মীর সততার কাহিনী ঘিরে এখন শোরগোল গোটা উপত্যকায়। উভয় ক্ষেত্রেই, প্রচুর নগদের সঙ্গে খোয়া যাওয়া ব্যাগ আসল মালিকের কাছে ফিরিয়ে দিলেন ওই ২ পুলিশকর্মী। মাসে মাত্র ৬ হাজার টাকার বেতন পান জম্মু ও কাশ্মীরের স্পেশাল পুলিশ অফিসার উমর মুস্তাক। এদিন, তিনি ৯০ হাজার টাকা সমেত খোয়া যাওয়া ব্যাগ তার আসল মালিকের কাছে তুলে দেন। https://twitter.com/JmuKmrPolice/status/1016277442158186499 উমরের সততার নজির টুইটারে পোস্ট করে কাশ্মীর জোনাল পুলিশ। সেখানে লেখা হয়, সততা হল প্রতিষ্ঠানের সম্পদ। এদিন ৯০ হাজার টাকা সমেত খোয়া যাওয়া পালপোরার বাসিন্দা আব্দুল আজিজ মোল্লার ব্যাগ ফিরিয়ে দেন কামারওয়ারিতে কর্মরত মুস্তাক। জানা গিয়েছে, শ্রীনগর পুরসভা থেকে সম্প্রতি অবসর নেন আব্দুল। ওই ব্যাগে তাঁর বার্ধক্য সঞ্চয়ের টাকা ছিল। একইভাবে, তামিলনাড়ুর বাসিন্দা এক অমরনাথ যাত্রীর খোয়া যাওয়া ২১ হাজার টাকা ও কিছু মূল্যবান বস্তু ফেরত দেন রাজ্য পুলিশের কনস্টেবল ফারুখ আহমেদ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















