এক্সপ্লোর
Advertisement
জেএনইউ-র গবেষণারত ছাত্রীকে 'ধর্ষণ', অভিযুক্ত বিশ্ববিদ্যালয়েরই পড়ুয়া
নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গবেষণারত ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র, এআইএসএ কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ওই তরুণী। থানায় এফআইআর দায়ের হয়েছে।
পুলিশ জানিয়েছে, ২৮ বছরের ওই তরুণীর অভিযোগ, ক্যাম্পাসের মধ্যেই হোস্টেলের ঘরে তাঁকে ধর্ষণ করে আনমোল রতন নামে বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্র। পিএইচডি-র প্রথম বর্ষের ছাত্রী ওই তরুণী বসন্তকুঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
ওই তরুণী জানিয়েছেন, সম্প্রতি একটি সিনেমা দেখার ইচ্ছের কথা ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন তিনি। কারও কাছে সেটির সিডি আছে কিনা তা জানতেও চান। সেইসময় রতন নামে ওই ছাত্র তাঁকে মেসেজ করে জানায়, তার কাছে সেটির কপি রয়েছে। সিডি দেওয়ার ছুতোয় হস্টেলে নিয়ে আসা হয় ওই ছাত্রীকে। মেয়েটির অভিযোগ, তাঁকে পানীয় খাইয়ে বেহুঁশ করে ধর্ষণ করা হয়। গোটা ঘটনাটি কাউকে না জানানোর হুমকি দেয় বলেও অভিযোগ।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এআইএসএ-র সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, অভিযোগ প্রমাণিত হলে রতনকে দল থেকে বহিষ্কার করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
বিজ্ঞান
Advertisement