এক্সপ্লোর
Advertisement
কৃষি আইনের বিরোধিতা, এনডিএ ছেড়ে বেরিয়ে গেল বিজেপির শরিক আরএলপি
কৃষি আইন নিয়ে এবার এনডিএ-র অন্দরে ধাক্কা খেল বিজেপি। বিজেপি নেতৃত্বাধীন জোট ছেড়ে বেরিয়ে অন্যতম শরিক দল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি)। কৃষি আইন নিয়ে কেন্দ্রের অবস্থানে অসন্তুষ্ট হয়েই আরএলপি শনিবার এনডিএ ছাড়ার ঘোষণা করেছে।
জয়পুর: কৃষি আইন নিয়ে এবার এনডিএ-র অন্দরে ধাক্কা খেল বিজেপি। বিজেপি নেতৃত্বাধীন জোট ছেড়ে বেরিয়ে অন্যতম শরিক দল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি)। কৃষি আইন নিয়ে কেন্দ্রের অবস্থানে অসন্তুষ্ট হয়েই আরএলপি শনিবার এনডিএ ছাড়ার ঘোষণা করেছে।
আরএলপি নেতা হনুমান বেনিওয়াল এনডিএ থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করে বলেছেন, তিন কৃষি আইনের প্রতিবাদেই তাঁদের এই সিদ্ধান্ত।
আলোয়ার জেলার শাহজাহানপুরে কৃষকদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বেনিওয়াল বলেছেন, আমি এনডিএ-র সঙ্গে ফেভিকলের মতো আটকে নেই। আজ নিজেদের এনডিএ থেকে বিচ্ছিন্ন করলাম। তিন কৃষি আইনের প্রতিবাদেই এনডিএ ছাড়ছি। এই আইনগুলি কৃষক-বিরোধী। এনডিএ ছেড়ে বেরোলেও আমরা কংগ্রেসের সঙ্গে কোনও জোট গড়ব না।
উল্লেখ্য, এই কৃষি আইন নিয়ে এনডিএ-র দ্বিতীয় কোনও শরিক দল জোট ছাড়ল। এর আগে এই আইনের প্রতিবাদেই এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছিল বিজেপির দীর্ঘদিনের শরিক শিরোমণি অকালি দল।
বেনিওয়ালের অভিযোগ, সংসদের যে বাদল অধিবেশনে এই কৃষি আইনগুলি পাস হয়েছিল, সেই অধিবেশনের বাইরে তাঁকে রাখতে বিজেপি কোভিড-১৯ রিপোর্টে বিকৃতি ঘটিয়েছিল। তিনি বলেছেন, ওই কৃষি আইনগুলি তাঁর অনুপস্থিতিতেই সংসদে পেশ করা হয়েছিল। তখন যদি আমি থাকতাম তাহলে তা টুকরো করে ছুঁড়ে ফেলে দিতাম।
রাজস্থানের নাগাউরের লোকসভা সাংসদ বেনিওয়াল এনডিএ ছেড়ে বেরিয়ে এসে দিল্লিতে কৃষি আন্দোলনের যোগ দেওয়ার জন্য দুই লক্ষ কৃষককে ডাক দিয়েছেন। উল্লেখ্য, দিল্লির প্রবেশ পথের বিভিন্ন জায়গায় গত একমাস ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কৃষকরা।
শনিবার জয়পুর, নাগাউপ, বারমের , জোধপুর ও রাজস্থানের বিভিন্ন স্থান থেকে কৃষকদের শাহজাহানপুর অভিযানে নেতৃত্ব দেয় বিজেপির এই প্রাক্তন শরিক। এবার বিতর্কিত কৃষি আইনের বিরোধিতায় দিল্লির আন্দোলনে সামিল হওয়ার কথা বলেছেন।
গত একমাস ধরেই কৃষি আইনের বিরোধিতায় সুর চড়াচ্ছিল আরএলপি। সেইসঙ্গে এনডিএ ছেড়ে বেরিয়ে আসারও ইঙ্গিত দিয়েছিল তারা। গত সপ্তাহেই বেনিওয়াল কৃষক আন্দোলনের সমর্থনে তিনটি সংসদীয় কমিটি থেকে ইস্তফা দিয়েছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement