এক্সপ্লোর
Advertisement
'চাপের মুখে' বিচারক লোয়ার ছেলে বাবার মৃত্যু 'স্বাভাবিক' বলেছেন, দাবি কাকা শ্রীনিবাসের
নয়াদিল্লি: গতকাল রবিবার সাংবাদিক বৈঠক করে প্রয়াত বিচারক বি এইচ লোয়ার ছেলে অনুজ লোয়া জানিয়েছিলেন, তাঁর বাবার মৃত্যু স্বাভাবিক। বিচারকের মৃত্যুর সময় মানসিক বিপর্যস্ত পরিবারের মনে সন্দেহ তৈরি হয়েছিল। কিন্তু এখন আর সন্দেহ নেই। কারও বিরুদ্ধে অভিযোগও নেই। কোনও তদন্তও চান না।
কিন্তু এর কয়েক ঘন্টা পরেই ভিন্ন সুরে কথা বললেন লোয়ার কাকা শ্রীনিবাস লোয়া। ২১ বছরের অনুজ 'চাপের মুখে' এ ধরনের কথা বলেছেন বলে মনে করছেন শ্রীনিবাস। বিচারক লোয়ার মৃত্যুর তদন্ত তিনি চান বলে জানিয়েছেন শ্রীনিবাস। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়েছে।
গতকাল তড়িঘড়ি ডাকা সাংবাদিক বৈঠকে অনুজ দাবি করেছিলেন, এর আগে তাঁর বাবার মৃত্যু নিয়ে যে সন্দেহ হয়েছিল তা মানসিকভাবে বিপর্যস্ত থাকার কারণে। এখন সেই সন্দেহ আর নেই।
উল্লেখ্য, সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক লোয়ার মৃত্যুর কারণ নিয়ে এর আগে সন্দেহের কথা জানিয়েছিলেন তাঁর পরিবারের সদস্যরাই। বিচারক লোয়ার মৃত্যুর ব্যাপারে তাঁদের যা বলা হয়েছিল, তাতে অনেক অসামঞ্জস্য ছিল বলে দাবি করেছিলেন পরিবারের সদস্যরা। এ ব্যাপারে প্রশ্ন করা হলে অনুজ গতকাল বলেন, আবেগজনিত কারণে সেই সময় পরিবারের লোকজন সন্দেহ করেছিলেন। এখন তাঁর বাবার মৃত্যু নিয়ে কোনও প্রশ্ন বা সন্দেহ নেই।
অনুজের বক্তব্য সম্পর্কে সংবাদমাধ্যম লোয়ার বোন তথা অনুজের পিজি অনুরাধা বিয়ানির বক্তব্য জানার চেষ্টা করেছিল। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বিয়ানি বলেছেন, এ ব্যাপারে তাঁর কিছু বলার নেই।
উল্লেখ্য, বিয়ানিই সংবাদমাধ্যমকে আগে বলেছিলেন, সোহরাবুদ্দিন শেখ ভুয়ো সংঘর্ষ মামলায় সন্তোষজনক রায় দিলে তাঁর ভাই লোয়াকে ১০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন এক বিচারক। এ কথা তাঁকে তাঁর ভাই লোয়া বলেছিলেন বলেও জানিয়েছিলেন বিয়ানি।
সোহরাবুদ্দিন শেখ মামলার বিচারক লোয়া ২০১৪-র ডিসেম্বরে মারা যান। এই মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। পরিবারের লোকজন বিচারক লোয়ার মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করায় সম্প্রতি বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিচারকের পরিবার, বিশেষ করে বাব ও বোনেরা ঘটনার তদন্ত দাবি করেছিলেন।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অনুজের সাংবাদিক বৈঠকের পর গতরাতেই সংবাদমাধ্যমকে ৮১ বছরের শ্রীনিবাস বলেছেন, একজন সাধারণ নাগরিক হিসেবে তাঁর মতামত, সুপ্রিম কোর্টে যে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে, তা চালিয়ে যাওয়া উচিত।
উল্লেখ্য, বিচারক লোয়ার মৃত্যুর তদন্তের জন্য দায়ের করা পিটিশনের প্রসঙ্গ উল্লেখ করেই এ কথা বলেছেন শ্রীনিবাস।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement