এক্সপ্লোর
করোনাভাইরাসের বিরুদ্ধে দীর্ঘ লড়াই শুরু হল জনতা কার্ফু দিয়ে, ট্যুইট প্রধানমন্ত্রীর, প্রশংসা দেশবাসীর
প্রধানমন্ত্রীর মা হিরাবেনও আজ নোভেল করোনাভাইরাসের বিপদ তুচ্ছ করে জরুরি পরিষেবা বহাল রাখায় যুক্ত সবাইকে ধন্যবাদ দিতে দেশবাসীর সঙ্গে সামিল হয়েছেন।

নয়াদিল্লি: রবিবার সকাল সাতটা থেকে রাত ৯টা পর্যন্ত করোনাভাইরাস মোকাবিলায় জনতা কার্ফুর আবেদনে বিপুল সাড়া মেলার পর তার সাফল্যে থেমে যেতে চান না, বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৪ ঘন্টার এই দেশব্যাপী কর্মসূচি করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় এক দীর্ঘ সংগ্রামের সূচনা বলে অভিহিত করেছেন তিনি। দেশবাসীর প্রশংসা করে তিনি বলেছেন, তাঁরা প্রমাণ করে দিলেন, সঙ্ঘবদ্ধ ভাবে তাঁরা যে কোনও চ্যালেঞ্জকে পরাস্ত করতে পারেন। তিনি ট্যুইট করেছেন, আজকের জনতা কার্ফু রাত ৯টায় শেষ হলেও তার মানে এই নয়, আমরা উত্সব শুরু করে দিলাম। স্বআরোপিত কার্ফুকে সাফল্য বলে না দেখে এক দীর্ঘ লড়াইয়ের সূচনা হিসাবে দেখা উচিত। জনতা কার্ফু এক বিরাট লড়াইয়ের শুরু। দেশবাসী আজ স্পষ্ট করলেন, আমাদের শক্তি আছে, আমরা একবার যদি পণ করি, তবে একসঙ্গে যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম। প্রধানমন্ত্রীর মা হিরাবেনও আজ নোভেল করোনাভাইরাসের বিপদ তুচ্ছ করে জরুরি পরিষেবা বহাল রাখায় যুক্ত সবাইকে ধন্যবাদ দিতে দেশবাসীর সঙ্গে সামিল হয়েছেন। একটি ভিডিওতে তাঁকেও থালা বাজাতে দেখা গিয়েছে, পিছনে শোনা যাচ্ছে শঙ্খধ্বনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















