এক্সপ্লোর
Advertisement
শেষপর্যন্ত ন্যায়বিচার হল, আজ রাতে শান্তিতে ঘুমোতে পারব, সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে নির্ভয়ার বাবা-মা
নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট আজ চার অপরাধীর ফাঁসির সাজা বহাল রাখায় খুশি নির্ভয়ার বাবা-মা। তাঁরা আজ আদালতে হাজির ছিলেন। বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ নির্ভয়াকাণ্ডে নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হওয়া চার জনের ফাঁসির সাজা বহাল রেখেছে। এই রায় শোনার পর নির্ভয়ার মা আশা দেবী বলেছেন, আইনি ব্যবস্থার দীর্ঘসূত্রিতার জন্য দেরি হলেও, অবশেষে ন্যায়বিচার পেলেন তাঁরা। নির্ভয়ার বাবা বদ্রীনাথ সিংহ বলেছেন, আজ রাতে শান্তিতে ঘুমোতে পারব। ১০ তারিখ মেয়ের জন্মদিন। ও বেঁচে থাকলে ২৮ বছর বয়স হত। আজ সুপ্রিম কোর্টের এই রায় জন্মদিনের উপহার।
আজ আদালতে বিচারপতি যখন ইংরাজিতে রায় ঘোষণা করছিলেন, তখন আইনজীবীরা নির্ভয়ার বাবা-মাকে হিন্দিতে সেই রায় অনুবাদ করে শোনাচ্ছিলেন। রায় ঘোষণা শেষ হওয়ার পর উঠে দাঁড়িয়ে নির্ভয়ার বাবা-মা এবং আইনজীবীরা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে বিচারপতিদের ধন্যবাদ জানান।
আদালত থেকে বেরিয়ে আসার পর নির্ভয়ার মা বলেছেন, ‘কঠিন সময়ে যাঁরা আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। আমরা মেয়েকে হারিয়েছি। কিন্তু আদালত দোষীদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়ায় আমরা সন্তুষ্ট। মেয়ের আত্মা এবার শান্তি পাবে।’ নিজেদের মেয়ের উপর অত্যাচার করা ব্যক্তিরা ফাঁসির সাজা পাওয়ার পর এবার অন্যান্য অত্যাচারিত মেয়েরাও যাতে ন্যায়বিচার পায়, তার জন্য লড়াই করার অঙ্গীকার করেছেন নির্ভয়ার বাবা-মা। তাঁদের প্রশ্ন, অন্য মামলাগুলির কী রায় হবে? যদিও আজকের এই রায় বিচারপ্রার্থীদের মনোবল বাড়াবে।
আশা দেবী আরও বলেছেন, গত পাঁচ বছর ধরে একটিও এমন মুহূর্ত নেই, যখন মেয়ের কথা ভাবেননি। মাঝে মাঝে তিনি দুর্বল হয়ে পড়তেন। লড়াই ছেড়ে দিতে চাইতেন। কিন্তু তখনই মেয়ের মুখ মনে পড়ত এবং নিজেকে ফের লড়াইয়ের জন্য তৈরি করতেন। বদ্রীনাথ বলেছেন, যারা এই ধরনের ঘৃণ্য অপরাধ করেছে, লজ্জায় তাদের মাঝা নোয়ানো উচিত, তাঁদের নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement