Live: কর্ণাটকে উপনির্বাচনে ১০ আসনে জয়ী বিজেপি, টিকে গেল ইয়েদুরাপ্পা সরকার
LIVE
Background
বেঙ্গালুরু: কর্ণাটকে ১৫টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগণনা চলছে। গণনা শুরু হয়েছে সকাল আটটা থেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১২টি কেন্দ্রে এগিয়ে বিজেপি। কংগ্রেস দু’টি কেন্দ্রে এগিয়ে। একটি কেন্দ্রে এগিয়ে নির্দল প্রার্থী। বর্তমানে কর্ণাটকে বিজেপি-র পক্ষে একজন নির্দল বিধায়ক সহ ১০৫ জনের সমর্থন রয়েছে। বি এস ইয়েদুরাপ্পা সরকার টিকিয়ে রাখতে হলে আরও অন্তত ৬ জন বিধায়ককে জেতাতে হবে। সেই কারণেই এই উপনির্বাচনের ফল বিজেপি-র কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কংগ্রেসও এই উপনির্বাচনের ফলের দিকে তাকিয়ে।
ইয়েদুরাপ্পা ক্ষমতায় আসার আগে কংগ্রেসের ১৪ এবং জেডিএসের তিনজন বিধায়ক পদত্যাগ করেন। তৎকালীন স্পিকার সংশ্লিষ্ট বিধায়কদের পদ খারিজ করে দেন। পরবর্তীকালে অবশ্য সুপ্রিম কোর্ট ওই বিধায়কদের ভোটে লড়ার অনুমতি দেয়। তবে দু’টি কেন্দ্র সংক্রান্ত মামলা এখনও হাইকোর্টে চলছে। সেই কারণে ১৫টি কেন্দ্রে উপনির্বাচন হয়। আজ তারই ভোটগণনা চলছে।