এক্সপ্লোর
Advertisement
কর্নাটকে ভোটের আগাম দিন ঘোষণা নিয়ে কমিশনের তদন্তের নির্দেশিকায় নেই বিজেপির আইটি সেলের প্রধানের নাম
নয়াদিল্লি: কর্নাটকের ভোটের দিনক্ষণ নির্বাচন কমিশনের ঘোষণার আগেই ট্যুইট করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপির আইটি শাখার প্রধান অমিত মালব্য। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে কমিশন। এক্ষেত্রে প্রয়োজনে ইন্টেলিজেন্স ব্যুরো সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সাহায্য নেওয়া হতে পারে। কিন্তু কমিশনের তদন্তের নির্দেশিকায় নেই অমিত মালব্যর নামের উল্লেখ।
কর্নাটকের ভোটের নির্ঘন্ট সংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে চার উপনির্বাচন কমিশনার সহ ছয় সদস্যের কমিটি গঠন করেছে কমিশন। উপনির্বাচন কমিশনার উমেশ সিনহার নেতৃত্বাধীন কমিটি ভোট দিনক্ষন সংক্রান্ত তথ্যের উত্সর ব্যাপারে সংবাদমাধ্যমের কাছ থেকে অনুসন্ধান করবে। কীভাবে এই তথ্য পাওয়া গেল, তাও অনুসন্ধান করে দেখা হবে।
কমিশনের কমিটি কর্নাটক কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত শ্রীবাস্তব বি-এর কাছ থেকে তাঁর ট্যুইট সংক্রান্ত 'তথ্যের উত্স' সম্পর্কে জানতে চাইবে।
এক বিজেপি সাংসদের মালিকানাধীন একটি কন্নড় চ্যানেলের কাছে তাদের এক সাংবাদিক ট্যুইট সংক্রান্ত 'তথ্যের উত্স' সম্পর্কে জানতে চাওয়া হবে।
কমিটির তদন্তের নির্দেশিকা থেকে এ কথা জানা গিয়েছে। যদিও কমিশনের এই তদন্ত সংক্রান্ত নির্দেশিকায় উল্লেখই করা হয়নি বিজেপির আইটি শাখার প্রধানের নাম।
এ ধরনের ঘটনার ভবিষ্যতে পুনরাবৃত্তি এড়াতে কী ব্যাবস্থা গ্রহণ করা যায়, সে বিষয়েও সুপারিশ করবে কমিটি। সাত দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গতকাল মুখ্য নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াত কর্নাটকের ভোটের নির্ঘন্ট ঘোষণা করার আগেই মালব্য ট্যুইট করে জানান যে, ভোটগ্রহণ হবে ১২ মে। গণনা ১৮ মে। পরে বিতর্কের মুখে তিনি ওই ট্যুইট ডিলিট করেন তিনি। মালব্য দাবি করেন, একটি সংবাদ চ্যানেলের খবর অনুসারে তিনি ওই ট্যুইট করেছিলেন।
মুখ্য নির্বাচন কমিশনার পরে জানান, ওই ট্যুইট আংশিকভাবে সঠিক নয়। ভোটগ্রহণের দিন মিললেও ভোট গণনার দিন সঠিক ছিল না।
কর্নাটকে আগামী ১২ মে ভোট নেওয়া হবে এবং ফল ঘোষণা ১৫ মে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement