এক্সপ্লোর
Advertisement
'চাকরির ব্যবস্থা না করায়' কর্নাটকের কংগ্রেস বিধায়কের ওপর ছুরি নিয়ে হামলা যুবকের, দেখুন ভিডিও
কর্ণাটকের কংগ্রেস বিধায়ক তনভীর সাইতের ওপর ছুরি হাতে আক্রমণ চালাল এক ব্যক্তি। গতকাল ১৭ নভেম্বর একটি বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে। বানিনমানটাপে বাল ভবনে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিধায়ক। রাত পৌনে বারোটা নাগাদ তাঁর ওপর হামলা চালায় এক যুবক।
নয়াদিল্লি: কর্ণাটকের কংগ্রেস বিধায়ক তনভীর সাইতের ওপর ছুরি হাতে আক্রমণ চালাল এক ব্যক্তি। গতকাল ১৭ নভেম্বর একটি বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে। বানিনমানটাপে বাল ভবনে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিধায়ক। রাত পৌনে বারোটা নাগাদ তাঁর ওপর হামলা চালায় এক যুবক। সোশ্যাল মিডিয়ায় বিধায়কের একটি ভিডিও সামনে এসেছে, যেখানে তাঁকে গাড়ির দিকে হেঁটে যেতে দেখা যাচ্ছে। তাঁর গলা থেকে রক্ত ঝরছে। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার হয়। যদিও তাঁর অবস্থা গুরুতর। সংবাদমাধ্যমে চিকিত্সরদের উল্লেখ করে জানানো হয়েছে, তাঁর আঘাত বেশ বড়সড়। তিনি আইসিইউ-তে চিকিত্সকদের ধারাবাহিক পর্যবেক্ষণে রয়েছেন।
হামলাকারীর পরিচয় জানা গিয়েছে। ফারহান পাশা নামে ২৫ বছরের ওই যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, তার চাকরির ব্যবস্থা না করে দেওয়ায় ক্ষোভে বিধায়কের ওপর সে আক্রমণ চালিয়েছে। জানা গেছে, অভিযুক্ত চাকরির ব্যবস্থার জন্য বেশ কয়েকবার বিধায়কের দ্বারস্থ হয়েছিল। কিন্তু এরপরও চাকরি না হওয়ায় সে বিধায়কের ওপর চড়াও হয়। আক্রমণের পর ফারহান পালানোর চেষ্টা করে। কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রীর সমর্থকরা তাকে ধরে মারধর করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়।
হাসপাতালের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত চিকিত্সকদের একটি দল অস্ত্রোপচার করে। গলার আশেপাশে অভ্যন্তরীন অঙ্গ সহ রক্তজালিকা ও নার্ভে গুরুতর জখম হয়েছে। রক্তপাত নিয়ন্ত্রণে এসেছে। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ওষুধ দেওয়া হচ্ছে। আক্রমণের ঘটনার তদন্ত চলছে এবং আক্রমণকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ৫২ বছরের সাইত মহীশূরের নরসিমহারাজা বিধানসভা আসনের বিধায়ক। এই আসন থেকে তিনি পাঁচবার জয়ী হয়েছেন। সিদ্দারামাইয়া মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। এর আগে এসএম কৃষ্ণর জমানাতেও মন্ত্রী ছিলেন তিনি।Karnataka: Congress MLA Tanveer Sait was attacked with a sharp knife by a man, Farhan, during an event y'day in Mysuru. The MLA was admitted to a hospital & the attacker was taken into police custody. The reason behind the attack is yet to be ascertained. Investigation underway. pic.twitter.com/NH813Fic50
— ANI (@ANI) November 18, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement