এক্সপ্লোর
কাশ্মীরে ইদের নামাজের পর শুরু প্রচণ্ড পাথর ছোঁড়া, উঠল আইএসের পতাকা, পাকিস্তানের গুলিতে শহিদ ১ জওয়ান

শ্রীনগর: ইদের নামাজ শেষ হতে না হতেই গুলিবর্ষণ শুরু করল পাকিস্তান। কাশ্মীরের নৌশেরায় সীমান্তবর্তী অঞ্চলে তাদের হামলায় ১ জওয়ান শহিদ হয়েছেন। শ্রীনগরে নামাজের পর নিরাপত্তা বাহিনীর ওপর শুরু হয়েছে প্রচণ্ড পাথর বর্ষণ, পাথরবাজরা আইএসআইএস ও পাকিস্তানের পতাকা তুলেছে বলে অভিযোগ। পাকিস্তানের গুলিতে শহিদ জওয়ানের নাম বিকাশ গুরুং। গুলিতে তিনি গুরুতর জখম হন, হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়। [embed]https://twitter.com/ANI/status/1007861014187200513?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fjammu-kashmir-massive-stone-pelting-after-eid-prayers-in-anantnag-srinagar-889672[/embed] শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাথরবাজদের সংঘর্ষ চলছে। শ্রীনগর ছাড়া অন্যান্য এলাকাতেও চলছে বিক্ষোভ। গতকাল সেনার ওপর পাথরবাজরা হামলা চালানোয় পাল্টা জবাব দেয় সেনা। সংঘর্ষে ১ যুবকের মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস পুলওয়ামার নৌপারা এলাকায় জঙ্গি সঞ্জু মিরের বাড়ি ভাঙচুরের চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। এর জেরে গুলি চালায় সেনা। যদিও পুলিশ জানিয়েছে, এলাকায় সেনার একটি গাড়িতে পাথর ছোঁড়া শুরু হলে বাধ্য হয়ে সেনা গুলি চালায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















