এক্সপ্লোর
Advertisement
কাশ্মীরীদের জন্য দুঃখিত কিন্তু অস্ত্রের মধ্যে সবথেকে নিরীহ পেলেট গানই, বলল সিআরপি
নয়াদিল্লি: কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের দিকে পাথর ছুঁড়তে গিয়ে যে যুবকরা পেলেট গানের গুলিতে জখম হয়েছেন তাঁদের জন্য দুঃখিত। কিন্তু বিষয় হল, পেলেট গানই নিরাপত্তা বাহিনীর হাতে থাকা সবথেকে কম ক্ষতিকর অস্ত্র। বললেন সিআরপিএফের ডিজি কে দুর্গাপ্রসাদ। ডিজি জানিয়েছেন, সিআরপি নিজেও চেষ্টা করছে, পেলেট গানের ব্যবহার যতটা সম্ভব কম করতে। কিন্তু যখন সংঘর্ষকারীদের সামলানো অসম্ভব হয়ে ওঠে, তখনই পেলেট গান ব্যবহার করতে বাধ্য হয় তারা।
তিনি আরও জানিয়েছেন, তাঁর বাহিনীর জওয়ানদের প্রত্যেকের সঠিক প্রশিক্ষণ রয়েছে, তাঁরা জানেন, হাঁটুর ওপর পেলেট গান ব্যবহার করতে নেই। কিন্তু উপত্যকার অশান্তির প্রেক্ষিতে ১১,০০০-এর বেশি জওয়ানকে প্রশিক্ষণের মাঝপথে বার করে আনা হয়েছে, যাতে তাঁরা ভিড় সামলাতে সাহায্য করতে পারেন। গোটা বিশ্বে এ ধরনের অশান্ত জনতা নিয়ন্ত্রণে আনতে যে সব কম ক্ষতিকর অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। তাঁর কথায়, উপত্যকার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে, তবে এখনও বিচ্ছিন্ন অশান্তি এখনও চলছে সেখানে।
তিনি জানিয়েছেন, পাথরের আঘাতে হাজারের বেশি সিআরপি জওয়ান জখম হয়েছেন। আহত জওয়ানদের আর্থিকভাবে সাহায্য করা হবে। যাঁদের জখম অল্প, তাঁদের দেওয়া হবে ৪,০০০ টাকা সাহায্য, যাঁদের হাসপাতালে ভর্তি হতে হয়েছে, তাঁরা পাবেন ২৫,০০০ টাকা, যাঁদের শরীরে বুলেট বা স্প্লিন্টারের আঘাত রয়েছে, তাঁরা পাবেন ৫০,০০০ টাকা সাহায্য। আর যাঁরা বরাবরের মত অক্ষম হয়ে পড়েছেন, তাঁরা পাবেন ১ লাখ টাকা।
হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যু উপলক্ষ্যে এখনও অশান্ত কাশ্মীর। হামলা চালানো বিক্ষোভকারীদের হঠাতে পেলেট গান থেকে ২,০০০-এর ওপর বুলেট ছুঁড়েছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী। আহত ৩১৭জনের মধ্যে বেশিরভাগেরই আঘাত চোখে লেগেছে বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement