এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ডব্লুডব্লুই-তে ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে সই করলেন কবিতা দেবী
নয়াদিল্লি: প্রথম ভারতীয় মহিলা হিসেবে ডব্লুডব্লুই-র সঙ্গে চুক্তিবদ্ধ হলেন কবিতা দেবী। এরসঙ্গে তৈরি হল নয়া ইতিহাস। কবিতা দেবী হলেন মাও ইয়ং ক্লাসিক টুর্নামেন্টের অন্যতম সদস্য। সম্প্রতি নয়াদিল্লিতে ডব্লুডব্লুই-র চ্যাম্পিয়ন জিন্দর মহল এসেছিলেন। সেখানে এসে তিনি এই ঘোষণা করেন।
কবিতা দেবী একজন জনপ্রিয় পাওয়ার লিফ্টার। তিনি ২০১৬ সালে ভারতের প্রতিনিধি হিসেবে সাউথ এশিয়ান গেমসে সোনা জেতেন। প্রসঙ্গত, কবিতাই হলেন প্রথম মহিলা কুস্তিগীর যিনি ডব্লুডব্লুই-র রিং প্রতিযোগিতায় নামবেন। হাইস্কুলে ভাল কবাডি খেলায় খ্যাতি ছিল কবিতার। তবে তিনি তাঁর শিক্ষক প্রাক্তন ডব্লুডব্লুই-র হেভিওয়েট চ্যাম্পিয়ন দ্য গ্রেট খালির (দলিপ সিংহ রানার) ছাত্রী ছিলেন। তাঁর কাছেই কবিতার কুস্তির মারপ্যাঁচ শেখা। আগামী বছর জানুয়ারিতে ফ্লোরিডার অর্ল্যান্ডোতে প্রশিক্ষণ শুরু হবে কবিতার।
ডব্লুডব্লুইতে পারফর্ম করার সুযোগ পাওয়া নিঃসন্দেহে ভারতীয় মহিলা হিসেবে গর্বের। মাও ইয়ং ক্লাসিকে বিশ্বের কয়েকজন শ্রেষ্ঠ মহিলা কুস্তিগীর আসবেন। তাঁদের সঙ্গে কাজ শেখা, এবং তাঁদের পারফর্ম করতে দেখা, সেঠাও শিক্ষনীয় মন্তব্য কাবিতার। এখন তাঁর সামনে একটাই স্বপ্ন, ভারত থেকে প্রথম মহিলা হিসেবে ডব্লুডব্লুই-র চ্যাম্পিয়ন হওয়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement