এক্সপ্লোর
Advertisement
মোদীর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য প্রকাশ করুক তথ্য কমিশন, দাবি কেজরীবালের
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথি প্রকাশের দাবি জানিয়ে কেন্দ্রীয় তথ্য কমিশনকে চিঠি দিলেন অরবিন্দ কেজরীবাল। কেন্দ্রীয় তথ্য কমিশনার এম শ্রীধরকে লেখা চিঠিতে দিল্লির আপ সরকারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর সম্পর্কে সরকারি নথিপত্র প্রকাশ করা হলে তাঁর কোনও আপত্তি নেই। তাহলে কেন কমিশন মোদীর শিক্ষাগত ডিগ্রি সংক্রান্ত তথ্য ‘চেপে যাচ্ছে’!
চিঠিতে কেজরীবাল লিখেছেন, নরেন্দ্র মোদীর কোনও ডিগ্রি নেই বলে অভিযোগ। দেশবাসী প্রকৃত তথ্য জানতে চায়। তা সত্ত্বেও আপনারা তাঁর ডিগ্রি সংক্রান্ত তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছেন। কেন, এটা অন্যায়!
২০১৪ সালে দিল্লি বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় কেন কেজরীবালকে ঠিকানা বদলের অনুমতি দেওয়া হয়েছিল, সেই সংক্রান্ত এক মামলায় গত মাসেই কেন্দ্রীয় তথ্য কমিশন জানতে চায়, তিনি যেহেতু একজন বিধায়ক, অতএব কেন তাঁকে জনজীবনে ব্যক্তিত্ব বলে ধরা হবে না, তাঁর সম্পর্কে তথ্য প্রকাশ করা হবে না। সে ব্যাপারেই তাঁর বক্তব্য, আমার ব্যাপারে যাবতীয় তথ্য আপনারা প্রকাশ করতে চান। কিন্তু বিস্মিত হচ্ছি এটা দেখে যে, নরেন্দ্র মোদীর ডিগ্রি সংক্রান্ত নথি গোপন রাখতে চাইছেন। এতে কমিশনের নিরপেক্ষতা নিয়ে লোকে প্রশ্ন তোলার সুযোগ পাবে। সাহস করে প্রধানমন্ত্রীর ব্যাপারেও সব তথ্য সামনে আনুন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement