কলেজ ম্যাগাজিনের কবিতায় মহাভারতের কুন্তীর সতীত্ব নিয়ে প্রশ্ন, ক্ষোভ কেরলে

তিরুঅনন্তপুরম: ম্যাগাজিনে প্রকাশিত কবিতায় মহাভারতের কুন্তীর সতীত্ব নিয়ে প্রশ্ন তোলায় ক্ষোভের মুখে কেরলের একটি কলেজ।
খবরে প্রকাশ, কেরলের মাঞ্জেরির সরকারি অনুদানপ্রাপ্ত এনএসএস কলেজের পত্রিকায় এক ছাত্রের লেখা কবিতা প্রকাশিত হয়। পাঁচ লাইনের ওই কবিতায় মহাভারতের পাণ্ডবদের জননী কুন্তীর সতীত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। শুধু তাই নয়, কেন এই বিষয়টি টেলিভিশনের বিতর্কে উত্থাপিত হয় না, সেই প্রশ্নও তোলা হয়।
এই কবিতাকে ঘিরে প্রতিবাদের ঝড় ওঠে। হিন্দু ঐক্য বেদী নামে একটি সংগঠন কলেজ কর্তৃপক্ষকে তীব্র আক্রমণ করে। তাদের দাবি, এই কবিতা হিন্দু ভাবাবেগে আঘাত করেছে। এরপরই ড্যামেজ কন্ট্রোলে নামেন কলেজের প্রিন্সিপাল। তিনি জানান, কারও ভাবাবেগে আঘাত করা তাদের উদ্দেশ্য নয়। এর জন্য তিনি ক্ষমাপ্রার্থনা করেন।
জানা গিয়েছে, দুদিন আগেই ওই পত্রিকা প্রকাশিত হয়। প্রিন্সিপাল জানান, পত্রিকার কোনও কপি যাতে প্রচার না করা হয়, তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।






















