এক্সপ্লোর
Advertisement
লোকলজ্জায় সদ্যোজাত চতুর্থ সন্তানকে ফেলে পালালেন বাবা-মা
কোচি: কেরলের কোচিতে একটি গীর্জায় সদ্যোজাত সন্তানকে ফেলে চলে যাওয়ায় দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, ওই সন্তানের জন্য সমাজে লোকলজ্জার সম্মুখীন হওয়ার আশঙ্কাতেই সদ্যোজাত সন্তানকে ফেলে রেখে গিয়েছিলেন ৩২ বছরের বিট্টো ও তাঁর ২৮ বছরের স্ত্রী প্রতিভা। ত্রিশূরের বাসিন্দা ওই দম্পতি গত শুক্রবার সন্ধেয় সেন্ট জর্জ ফোরেন গীর্জায় তাঁদের সদ্যোজাত সন্তানকে ফেলে রেখে গিয়েছিলেন। ওয়াডাক্কানচেরিতে পরিত্যক্ত দুই দিনের ওই শিশু সহ চার সন্তানের বাবা-মার হদিশ পায় পুলিশ।
ত্রিশূরের সরকারি হাসপাতালে চতুর্থ সন্তানের জন্ম দেন প্রতিভা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সদ্যোজাতকে গীর্জায় ফেলে পালিয়ে যান বিট্টো। এই অপকর্মে তাঁর স্ত্রীও সামিল ছিলেন বলে অভিযোগ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, চারটি সন্তান হওয়ায় লোকজনের উপহাসের মুখে পড়তে হবে, এই আশঙ্কা থেকে সদ্যোজাত সন্তানকে তাঁরা পরিত্যাগ করেন। কয়েকবার প্রতিভা গর্ভবতী হওয়ায় এমনিতেই বন্ধুবান্ধব ও স্থানীয়রা হাসাহাসি করছিলেন।
যদিও পুলিশ বলেছেন, ঘটনার এটাই প্রকৃত কারণ কিনা, তা বিস্তারিত তদন্তেই স্পষ্ট হবে।
ওই দম্পতির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
সিসিটিভি ফুটেজে ওই সদ্যোজাতকে গীর্জায় ফেলে পালিয়ে যাওয়ার ঘটনা ধরা পড়েছে। সেই ফুটেজ টেলিভিশন চ্যানেলে দেখানো হয় এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
রাত সাড়ে আটটা নাগাদ গীর্জার রক্ষীরা এই শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
একটি শিশুর হাত ধরে গীর্জা চত্বরে হেঁটে আসতে দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে। সদ্যোজাতকে একটি কমলা রঙের কাপড়ে ঢেকে নিয়ে আসা হয়েছিল। গীর্জা চত্বরে শিশুটিকে রাখার আগে বাবাকে তার কপালে চুম্বন করতেও দেখা গিয়েছে ফুটেজে।
শিশুটিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement